১১:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ধর্মীয় উত্তেজনার পর ১০ মাজারে পুলিশ মোতায়েন, সেনা টহলও চলছে কুমিল্লায় বিজিবির অভিযানে সীমান্ত থেকে ২৬ লাখ টাকার বাজি আটক চৌদ্দগ্রামে জামমুড়া-জামপুর যুব ও ক্রীড়া সংঘের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আজ আড়াইবাড়ী দরবার শরীফ কুমিল্লার বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল কুমিল্লায় চুরির অভিযোগে যুবককে কুকুর লেলিয়ে অমানবিক নির্যাতন, ৩ জন আটক কুমিল্লায় স্বামীর নিষেধে বিয়ের অনুষ্ঠানে যেতে না দেওয়ায় স্ত্রীর গলায় ফাঁস দেবিদ্বারে মন্দিরের রাস্তা নিয়ে মানববন্ধন, বিএনপি নেতার হস্তক্ষেপে সমাধান রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা দাবীতে দেবিদ্বারে বিএনপির লিফলেট বিতরণ কুমিল্লা মাঠে বসুন্ধরা কিংসের দাপুটে জয়, মোহামেডানের হতাশার সূচনা নুরে আলম-মোক্তারের নেতৃত্বে কুবির শরীয়তপুর স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন

কুমিল্লায় মসজিদে ঢুকে হামলা-ভাঙচুর, আহত ৪

  • তারিখ : ১১:৪১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • 17

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে মসজিদে ঢুকে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে মসজিদের কয়েকটি জানালা। এতে আহত হয়েছেন অন্তত চারজন।

শুক্রবার রাতে উপজেলার ফতেহাবাদ দক্ষিণ পাড়া বায়তুল আকসা জামে মসজিদে এ ঘটনা ঘটে বলে জানান দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুল ইসলাম।

আহত মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম এবং কামরুলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়েছে। বাকিরা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ পরিদর্শক শাহিনুল ইসলাম বলেন, ক্রিকেট খেলা নিয়ে পূর্ব বিরোধের জেরে বিকালে নয়াকান্দি গ্রামের মাসুদ ও জাহিদের পক্ষের সঙ্গে ফতেহাবাদ গ্রামের কামরুলের পক্ষের লোকজনের মারামারি হয়। এরই জেরে রাতে নয়াকান্দি গ্রামের ছেলেরা ফতেহাবাদের ছেলেদের ধাওয়া দেয়।

ধাওয়া খেয়ে কয়েকজন বায়তুল আকসা জামে মসজিদে আশ্রয় নেয়। পরে সেখানে ঢুকে তাদের মারধর ও ভাঙচুর চালানো হয়। এতে চারজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বায়তুল আকসা জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল আউয়াল বলেন, “রাত ১০টার দিকে ১০ থেকে ১২ জন ছেলে চিৎকার করে হঠাৎ মসজিদে ঢুকে পড়েন। এ সময় একপক্ষ দরজা-জানালা বন্ধ করতে চাইলে অপরপক্ষ জোর করে ঢুকে মারামারি শুরু করেন।

“তাদের প্রত্যেকের হাতে রড, হকিস্টিক ও পাইপ ছিল। মসজিদের লোকজন বাধা দিলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়।”

পরে হামলা ঠেকাতে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দিলে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানান আবদুল আউয়াল।

পুলিশ পরিদর্শক শাহিনুল ইসলাম বলেন, “মসজিদে ভাঙচুরের উদ্দেশ্যে হামলা হয়নি। এ ঘটনায় কেউ মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

error: Content is protected !!

কুমিল্লায় মসজিদে ঢুকে হামলা-ভাঙচুর, আহত ৪

তারিখ : ১১:৪১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে মসজিদে ঢুকে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে মসজিদের কয়েকটি জানালা। এতে আহত হয়েছেন অন্তত চারজন।

শুক্রবার রাতে উপজেলার ফতেহাবাদ দক্ষিণ পাড়া বায়তুল আকসা জামে মসজিদে এ ঘটনা ঘটে বলে জানান দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুল ইসলাম।

আহত মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম এবং কামরুলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়েছে। বাকিরা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ পরিদর্শক শাহিনুল ইসলাম বলেন, ক্রিকেট খেলা নিয়ে পূর্ব বিরোধের জেরে বিকালে নয়াকান্দি গ্রামের মাসুদ ও জাহিদের পক্ষের সঙ্গে ফতেহাবাদ গ্রামের কামরুলের পক্ষের লোকজনের মারামারি হয়। এরই জেরে রাতে নয়াকান্দি গ্রামের ছেলেরা ফতেহাবাদের ছেলেদের ধাওয়া দেয়।

ধাওয়া খেয়ে কয়েকজন বায়তুল আকসা জামে মসজিদে আশ্রয় নেয়। পরে সেখানে ঢুকে তাদের মারধর ও ভাঙচুর চালানো হয়। এতে চারজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বায়তুল আকসা জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল আউয়াল বলেন, “রাত ১০টার দিকে ১০ থেকে ১২ জন ছেলে চিৎকার করে হঠাৎ মসজিদে ঢুকে পড়েন। এ সময় একপক্ষ দরজা-জানালা বন্ধ করতে চাইলে অপরপক্ষ জোর করে ঢুকে মারামারি শুরু করেন।

“তাদের প্রত্যেকের হাতে রড, হকিস্টিক ও পাইপ ছিল। মসজিদের লোকজন বাধা দিলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়।”

পরে হামলা ঠেকাতে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দিলে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানান আবদুল আউয়াল।

পুলিশ পরিদর্শক শাহিনুল ইসলাম বলেন, “মসজিদে ভাঙচুরের উদ্দেশ্যে হামলা হয়নি। এ ঘটনায় কেউ মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”