কুমিল্লা নিউজ ডেস্ক।।
ঢাকা বায়তুল মোকারম মসজিদে সাম্প্রদায়িক অপশক্তির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ।
জেলার মুরাদনগর ও বাংগরা বাজার এলাকায় রোববার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোসলেম উদ্দিন ও উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আহসানুল আলম কিশোর এর নেতৃত্ব অনুষ্ঠিত হয় ।
এসময় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান কাজল, বাংগরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আকরাম উদ্দিন ও সাধারণ সম্পাদক জামান চৌধুরী, শ্রমিক লীগের সভাপতি মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা শেখ জাকির।