চৌদ্দগ্রামে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে জামায়াতের শান্তিপূর্ণ মিছিল

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামসহ সারাদেশে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে শান্তিপূর্ণ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ আসর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল পূর্ব চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী ড. সরোয়ার উদ্দিন সিদ্দিকী।

উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুর রহিম, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী এয়াছিন, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, উপজেলা জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আ.ন.ম মেশকাত উদ্দিন সেলিম, উপজেলা সদর শিবির সভাপতি মোজাম্মেল হকসহ বিভিন্ন পর্যায়ের জামায়াত-শিবির নেতাকর্মী ও তৌহিদী জনতা।

দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে জামায়াতের উদ্যোগে মিছিল দেখে চৌদ্দগ্রাম বাজারে আসা নারী-পুরুষ সহ সর্বস্তরের মানুষ নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page