ব্রাহ্মণপাড়ায় রমজান উপলক্ষে বাজার মনিটরিং, ভ্রাম্যমান আদালতে জরিমানা

মো. বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় রমজান উপলক্ষে বাজার মনিটরিং এর অংশ হিসাবে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা (৪মার্চ) মঙ্গলবার দুপুরে উপজেলার সাহেবাবাদ বাজারে বাজার মনিটরিং এর অংশ হিসাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রমজান মাস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর নের্তৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল উপজেলার সাহেবাবাদ বাজারে অভিযান পরিচালনা করে।

এসময় ইফতারি সামগ্রী প্রস্তুতে কোনো ধরনের রং, পোড়া তেল ব্যবহার না করা এবং স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশে ইফতারি তৈরি করে ঢেকে রাখার ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয় এবং তদারকি করা হয়।

পাশাপাশি, যানজট নিরসনে রাস্তার দুপাশের ফুটপাতে থাকা কিছু ভাসমান দোকান সরিয়ে দেওয়া হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষন আইনে পাঁচটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন আইনে হোটেল মালিক জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা, মুদি দোকারি হৃদয় চন্দ্র সাহাকে ২ হাজার টাকা, ফল দোকানি ছাদেক মিয়াকে ৪ হাজার টাকা, আরেক ফল দোকানি সবুজ মিয়াকে ২ হাজার টাকা এবং মনির হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরণের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page