০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বানাশুয়া বিরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপনের চলছে প্রস্তুতি বনানীর সিসা বারে যুবক খুন, কুমিল্লা থেকে প্রধান দুই আসামি গ্রেপ্তার কুমিল্লায় শ্রেণিকক্ষে ছুরি প্রদর্শনের ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার কুবিতে মানবাধিকার সচেতনতা বৃদ্ধিতে তরুণদের ভূমিকা নিয়ে সেমিনার জামায়াতে ইসলামী বৈষম্য মুক্ত একটি সমাজ চায় -অধ্যাপক আব্দুল মতিন বিএনপি জনগণকে সাথে নিয়ে নির্বাচন করবে -ডাঃ গোলাম কাদের চৌধুরী কুমিল্লায় ব্যবসায়ী থেকে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার ইতালিতে পরিবারের সাথে পিকনিকে গিয়ে লেকে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মুরাদনগরের আকুবপুর ইউপিতে প্রশাসকের দায়িত্বে পাভেল খান পাপ্পু

কুমিল্লায় ২০০৯/১১ বন্ধুদের ইফতার উৎসব, স্মৃতির পাতায় আরেকটি বছর

  • তারিখ : ১১:০০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • 9

মুহাম্মদ রকিবুল হাসান (রনি):
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্যাপক পালিত হয়ে গেলো (২০০৯/১১ ব্যাচ) সহ কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার সকল বন্ধুমহলের ইফতার মাহফিল।

৪৭ জন এর অংশগ্রহনের মধ্য দিয়ে একটি বিশাল ও সফল ইফতার মাহফিলের আয়োজন করতে পেরে নিজেদের সন্তুষ্টির কথা ব্যাক্ত করেছেন আয়োজক ইয়াসিন আরাফাত অনিক এবং মুহাম্মদ রকিবুল হাসান (রনি)।

কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার স্বনামধন্য আল বাইক বিডি রেস্টুরেন্ট এ আজ ২৯/০৩/২০২৫ রোজ শনিবার ইফতার মাহফিল আয়োজন করা হয়। ইফতারের আগ মুহুর্তে সকলের জন্য দোয়া ও রোগ মুক্তির জন্য প্রার্থনা করা হয়।

আয়োজকদের মতে এটা শুধু একটি ইফতার মাহফিল নয়, বরং এটা ছিলো স্কুল কলেজের বন্ধুদের একটা স্মৃতি বিজড়িত মিলনমেলা। কর্মব্যাস্ততার কারনে সবাই দূর দূরান্তে অবস্থান করায় নিয়মিত দেখা সাক্ষাত হয় না বিধায় এরকম একটি প্রোগ্রামের মাধ্যমে সবাইকে এক টেবিলে নিয়ে আসার এই ব্যবস্থা সবার কাছে প্রশংসা কুড়াচ্ছে বন্ধু মহলে।

প্রোগ্রামে উপস্থিত ছিলেন- ইয়াসিন আরাফাত- (অফিসার, জনতা ব্যাংক পিএলসি)। মুহাম্মদ রকিবুল হাসান রনি, (উচ্চকন্ঠ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক ও বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ সমাচার)। রিফাত উল হক (এরিয়া ম্যানেজার, ইউনিলিভার)। নাজমুল হাসান (ফার্মাসিস্ট, এসি আই লিমিটেড)। ফেরদৌস আলম (অফিসার, সিটি ব্যাংক পিএলসি)। নাজমুল হাসান (এজিএম, পল্লী বিদ্যুৎ)। সাদ ইবনে আলম (ভূমি উপসহকারী কর্মকর্তা)। মোঃ সাহাবুদ্দিন লিটন (শিক্ষানবিশ আইনজীবী)। আনোয়ার হোসেন মিঠু (অফিসার, প্রবাসী কল্যান ব্যাংক)। মোঃ ইকবাল (ব্যাবসায়ী, কুমিল্লা ক্যান্টনমেন্ট)। মোঃ শরীফ (জার্মান প্রবাসী)।জিলন (সহকারী শিক্ষক, কুমিল্লা পাবলিক স্কুল)। গোলাম কিবরিয়া (এডি, পিজিসিবি)। জুয়েল শান্ত (ব্যাবসায়ী, কুমিল্লা ক্যান্টনমেন্ট)। মোঃ বিল্লাল হোসেন (ব্যবসায়ী, নাজিরা বাজার, কুমিল্লা), রমজান আলী (আরব আমিরাত, প্রবাসী)। নোমান (ব্যবসায়ী, কুমিল্লা)। তাহজীব (শিক্ষক)। আরাফাত হোসেন (এরিয়া ম্যানেজার, গোডরেজ)। আতিকুল ইসলাম ( মার্চেন্ডাইজার, কেইপিজেড)। নাহিদ ইসলাম (অডিটর)। আলাউদ্দিন আলী (সহকারী শিক্ষক)। তরিকুল হাসান (এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল)। মাইনউদ্দিন (সহাকারী শিক্ষক, কুমিল্লা বার্ড স্কুল)।শাকিল নেওয়াজ, (ডিএ, সিএ)। রুবেল হাসান (এমইএস)। শাহাদাত জুয়েল (ব্যবসায়ী, কুমিল্লা ক্যান্টনমেন্ট)। মোঃ আরিফ (নেদারল্যান্ডস প্রবাসী)। মোহাম্মদ মামুনুল হক (শিক্ষানবিশ আইনজীবী)। শহীদুল ইসলাম (অফিসার, বিএসটিআই)। মোহাম্মদ রুবেল হোসেন, (রাজনীতিবিদ বিএনপি)। মুত্তাক (প্রাইভেট জব)। মোঃ জালাল (শিক্ষানবিশ আইনজীবী)। রেজাউল রিফাত (আই ই অফিসার, সিইপিজেড)। ডাক্তার জাহাংগীর ( বিশেষজ্ঞ, গ্যাস্ট্রোএন্টারোলজী, বারডেম, ঢাকা)। শাহীন নওশাদ (এরিয়া ম্যানেজার, ট্রান্সকম ব্রেভারেজ)। মামুনুর রশিদ (অফিসার, ব্র‍্যাক এনজিও), আরিফুল আলম ( ফ্রি ল্যান্সার)। ডাক্তার পারভেজ শাকিল (মেডিক্যাল অফিসার, কুমিল্লা হলি ফ্যামিলি হসপিটাল)। মাহফুজ শাকির (ব্যবসায়ী, কুমিল্লা ক্যান্টনমেন্ট)। ডাক্তার পাকসারুল ইসলাম (আইসিইউ স্পেশালিস্ট, বি আর বি হসপিটাল)। অলি উল্লাহ (এজিএম, পল্লী বিদ্যুৎ)। আমজাদ হোসেন (সৌদি প্রবাসী)। লিটন (সৌদি প্রবাসী)। ইরাজ হাসান ( ফ্রিল্যান্সার)। ইমরানুল হক(ব্যবসায়ী, কুমিল্লা)। সজীব হাসান (ব্যবসায়ী, কুমিল্লা সুপার মার্কেট)। মেহেদী সুজন( মুহুরী, সাব রেজিস্ট্রি অফিস)

ইফতারের পর একে অপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে একে অপরের খোঁজখবর নেন সকলে। এ মিলন মেলা যেন সেই ২০০৯ সালের বন্ধুদের স্মৃতিগুলোকে মনে করিয়ে দিল কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের জন্য মনে হয়েছে সকলের শৈশবে ফিরে গিয়েছে। প্রাণবন্ত এই মিলন মেলার মাধ্যমে একে অন্যকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নেয়। জয় হোক বন্ধুত্বের, জয় হোক একতার।

কুমিল্লায় ২০০৯/১১ বন্ধুদের ইফতার উৎসব, স্মৃতির পাতায় আরেকটি বছর

তারিখ : ১১:০০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

মুহাম্মদ রকিবুল হাসান (রনি):
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্যাপক পালিত হয়ে গেলো (২০০৯/১১ ব্যাচ) সহ কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার সকল বন্ধুমহলের ইফতার মাহফিল।

৪৭ জন এর অংশগ্রহনের মধ্য দিয়ে একটি বিশাল ও সফল ইফতার মাহফিলের আয়োজন করতে পেরে নিজেদের সন্তুষ্টির কথা ব্যাক্ত করেছেন আয়োজক ইয়াসিন আরাফাত অনিক এবং মুহাম্মদ রকিবুল হাসান (রনি)।

কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার স্বনামধন্য আল বাইক বিডি রেস্টুরেন্ট এ আজ ২৯/০৩/২০২৫ রোজ শনিবার ইফতার মাহফিল আয়োজন করা হয়। ইফতারের আগ মুহুর্তে সকলের জন্য দোয়া ও রোগ মুক্তির জন্য প্রার্থনা করা হয়।

আয়োজকদের মতে এটা শুধু একটি ইফতার মাহফিল নয়, বরং এটা ছিলো স্কুল কলেজের বন্ধুদের একটা স্মৃতি বিজড়িত মিলনমেলা। কর্মব্যাস্ততার কারনে সবাই দূর দূরান্তে অবস্থান করায় নিয়মিত দেখা সাক্ষাত হয় না বিধায় এরকম একটি প্রোগ্রামের মাধ্যমে সবাইকে এক টেবিলে নিয়ে আসার এই ব্যবস্থা সবার কাছে প্রশংসা কুড়াচ্ছে বন্ধু মহলে।

প্রোগ্রামে উপস্থিত ছিলেন- ইয়াসিন আরাফাত- (অফিসার, জনতা ব্যাংক পিএলসি)। মুহাম্মদ রকিবুল হাসান রনি, (উচ্চকন্ঠ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক ও বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ সমাচার)। রিফাত উল হক (এরিয়া ম্যানেজার, ইউনিলিভার)। নাজমুল হাসান (ফার্মাসিস্ট, এসি আই লিমিটেড)। ফেরদৌস আলম (অফিসার, সিটি ব্যাংক পিএলসি)। নাজমুল হাসান (এজিএম, পল্লী বিদ্যুৎ)। সাদ ইবনে আলম (ভূমি উপসহকারী কর্মকর্তা)। মোঃ সাহাবুদ্দিন লিটন (শিক্ষানবিশ আইনজীবী)। আনোয়ার হোসেন মিঠু (অফিসার, প্রবাসী কল্যান ব্যাংক)। মোঃ ইকবাল (ব্যাবসায়ী, কুমিল্লা ক্যান্টনমেন্ট)। মোঃ শরীফ (জার্মান প্রবাসী)।জিলন (সহকারী শিক্ষক, কুমিল্লা পাবলিক স্কুল)। গোলাম কিবরিয়া (এডি, পিজিসিবি)। জুয়েল শান্ত (ব্যাবসায়ী, কুমিল্লা ক্যান্টনমেন্ট)। মোঃ বিল্লাল হোসেন (ব্যবসায়ী, নাজিরা বাজার, কুমিল্লা), রমজান আলী (আরব আমিরাত, প্রবাসী)। নোমান (ব্যবসায়ী, কুমিল্লা)। তাহজীব (শিক্ষক)। আরাফাত হোসেন (এরিয়া ম্যানেজার, গোডরেজ)। আতিকুল ইসলাম ( মার্চেন্ডাইজার, কেইপিজেড)। নাহিদ ইসলাম (অডিটর)। আলাউদ্দিন আলী (সহকারী শিক্ষক)। তরিকুল হাসান (এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল)। মাইনউদ্দিন (সহাকারী শিক্ষক, কুমিল্লা বার্ড স্কুল)।শাকিল নেওয়াজ, (ডিএ, সিএ)। রুবেল হাসান (এমইএস)। শাহাদাত জুয়েল (ব্যবসায়ী, কুমিল্লা ক্যান্টনমেন্ট)। মোঃ আরিফ (নেদারল্যান্ডস প্রবাসী)। মোহাম্মদ মামুনুল হক (শিক্ষানবিশ আইনজীবী)। শহীদুল ইসলাম (অফিসার, বিএসটিআই)। মোহাম্মদ রুবেল হোসেন, (রাজনীতিবিদ বিএনপি)। মুত্তাক (প্রাইভেট জব)। মোঃ জালাল (শিক্ষানবিশ আইনজীবী)। রেজাউল রিফাত (আই ই অফিসার, সিইপিজেড)। ডাক্তার জাহাংগীর ( বিশেষজ্ঞ, গ্যাস্ট্রোএন্টারোলজী, বারডেম, ঢাকা)। শাহীন নওশাদ (এরিয়া ম্যানেজার, ট্রান্সকম ব্রেভারেজ)। মামুনুর রশিদ (অফিসার, ব্র‍্যাক এনজিও), আরিফুল আলম ( ফ্রি ল্যান্সার)। ডাক্তার পারভেজ শাকিল (মেডিক্যাল অফিসার, কুমিল্লা হলি ফ্যামিলি হসপিটাল)। মাহফুজ শাকির (ব্যবসায়ী, কুমিল্লা ক্যান্টনমেন্ট)। ডাক্তার পাকসারুল ইসলাম (আইসিইউ স্পেশালিস্ট, বি আর বি হসপিটাল)। অলি উল্লাহ (এজিএম, পল্লী বিদ্যুৎ)। আমজাদ হোসেন (সৌদি প্রবাসী)। লিটন (সৌদি প্রবাসী)। ইরাজ হাসান ( ফ্রিল্যান্সার)। ইমরানুল হক(ব্যবসায়ী, কুমিল্লা)। সজীব হাসান (ব্যবসায়ী, কুমিল্লা সুপার মার্কেট)। মেহেদী সুজন( মুহুরী, সাব রেজিস্ট্রি অফিস)

ইফতারের পর একে অপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে একে অপরের খোঁজখবর নেন সকলে। এ মিলন মেলা যেন সেই ২০০৯ সালের বন্ধুদের স্মৃতিগুলোকে মনে করিয়ে দিল কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের জন্য মনে হয়েছে সকলের শৈশবে ফিরে গিয়েছে। প্রাণবন্ত এই মিলন মেলার মাধ্যমে একে অন্যকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নেয়। জয় হোক বন্ধুত্বের, জয় হোক একতার।