বুড়িচং উন্নয়ন ফোরামের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জহিরুল হক বাবু।।
বুড়িচং উন্নয়ন ফোরাম কর্তৃক ‘তরুণদের কর্মসংস্থান ও বুড়িচং-এর উন্নয়ন’ শীর্ষক এক ব্যতিক্রমী “প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা” আজ মঙ্গলবার (১ এপ্রিল) বুড়িচং আনন্দ পাইলট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম। বুড়িচং উন্নয়ন ফোরাম সংগঠনের সভাপতি এডভোকেট মুহাম্মদ জহীরুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ তারিক ইমামের পরিচালনায় ও সাংগঠনিক সম্পাদক মোঃ বশীর আল হেলাল ও সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব বদরুল হাসান লিটন, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ সাইফুল হাসান, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাক্তন সহ সম্পাদক এডভোকেট আজম মোরশেদ আল মামুন লিটন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রাক্তন ডিজিএম ইঞ্জিনিয়ার মোঃ আবদুল মুনতাকিম, কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, কুমিল্লা সদর হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডাঃ মোঃ গোলাম সারওয়ার সরকার।

প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন ‘উদ্যোক্তা হওয়ার উপায় নিয়ে’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডঃ মোহাম্মদ সোলায়মান, ‘স্বাস্থ্য সেবা খাতে ক্যারিয়ার গঠন’ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মোজাম্মেল হক ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এর কনসালটেন্ট ডাঃ মোঃ মেহেদী হাসান, ‘বিদেশে উচ্চ শিক্ষায় ক্যারিয়ার গঠন’ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মাহবুব, ‘কৃষিতে ক্যারিয়ার গড়ুন’ বিষয়ে নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন এবং ‘বিসিএস ও সরকারি চাকরির প্রস্তুতি ‘ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জায়েদ হোসেন ইয়েন।

উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে প্রায় দুইশত বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রশিক্ষণার্থীদের পাটের ব্যাগ খাতা ও কলম প্রদান করে রশিদ-রফিয়া ফাউন্ডেশন, টিশার্ট প্রদান করে ‘ডাঃ সারওয়ার এন্ড ইঞ্জি বুলবুল ফাউন্ডেশন’ এবং মগ উপহার প্রদান করে ‘গ্লোরিয়াস প্রপার্টিজ লিমিটেড’।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page