০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হোমনায় চার দিন ধরে নিখোঁজ সাংবাদিক দিদার, পরিবারের সন্দেহ অপহরণ বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটি গঠন কুমিল্লায় ৩ হাজার টাকায় স্ত্রীকে বিক্রি; তিনদিন ধরে ধর্ষণ, নোয়াখালীর ৫ যুবক গ্রেফতার বাজগড্ডায় জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির উদ্যোগে ঈদে মাজিউন্নাবী (সা.) মাহফিল শিল্পকলা একাডেমীর মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে কুমিল্লায় ফুলেল সংবর্ধনা চৌদ্দগ্রামে তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা আলী হোসেন সজিব বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য -হাজী ইয়াছিন বুড়িচংয়ে কলেজ ছাত্র অপহরণের পর নির্মম নির্যাতন, পাঁচ দিন ধরে লাইফ সাপোর্টে সোহাগ বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত

কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ; ভাঙচুর-লুটপাট না করে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান

  • তারিখ : ০৫:০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • 80

স্টাফ রিপোর্টার।।
ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে কুমিল্লায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদল। কর্মসূচি থেকে বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী কুমিল্লা নগরীর পূবালী চত্বরে এবং লিবার্টি মোড়ে পৃথক দুটি বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে কুমিল্লা ছাত্রদলের নেতাকর্মীরা। এসব কর্মসূচি থেকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতিসংঘকে সোচ্চার হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে সব ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।

এর আগে ইসরায়েল গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বাদুরতলায় গিয়ে শেষ হয়। অপরদিকে, কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের অধীনস্থ সব কলেজ সমূহে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করে স্ব স্ব ইউনিটের নেতাকর্মীরা।

কুমিল্লার পূবালী চত্বরের বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ অনেকেই।

সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, আমরা ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে যদি সবাই মিলে শান্তিপূর্ণভাবে ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি তাহলে তা হবে প্রতিবাদের ভাষা। তবে যারা ইসরায়েলি পণ্য বয়কটের নাম দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে আমরা ছাত্রদল এসব ঘটনারও প্রতিবাদ জানাই।

বক্তারা বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফিলিস্তিনের ওপর ইজরাইলে আগ্রাসনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তবে এই প্রতিবাদের সময় যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট তারা একটি নিষিদ্ধ সংগঠনের বলে আমরা জানতে পেরেছি।

বক্তারা আরও বলেন, ‘ফিলিস্তিনে হামলার প্রতিবাদে আমরা সব ধরনের ইসরায়েলি পণ্য বয়কট করছি। তবে বয়কটের নামে যারা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালাচ্ছে তাদের পরিচয় পেলে পুলিশে ধরিয়ে দিন। তারা দেশের সুনাম নষ্ট করছে।’

error: Content is protected !!

কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ; ভাঙচুর-লুটপাট না করে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান

তারিখ : ০৫:০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

স্টাফ রিপোর্টার।।
ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে কুমিল্লায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদল। কর্মসূচি থেকে বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী কুমিল্লা নগরীর পূবালী চত্বরে এবং লিবার্টি মোড়ে পৃথক দুটি বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে কুমিল্লা ছাত্রদলের নেতাকর্মীরা। এসব কর্মসূচি থেকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতিসংঘকে সোচ্চার হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে সব ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।

এর আগে ইসরায়েল গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বাদুরতলায় গিয়ে শেষ হয়। অপরদিকে, কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের অধীনস্থ সব কলেজ সমূহে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করে স্ব স্ব ইউনিটের নেতাকর্মীরা।

কুমিল্লার পূবালী চত্বরের বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ অনেকেই।

সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, আমরা ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে যদি সবাই মিলে শান্তিপূর্ণভাবে ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি তাহলে তা হবে প্রতিবাদের ভাষা। তবে যারা ইসরায়েলি পণ্য বয়কটের নাম দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে আমরা ছাত্রদল এসব ঘটনারও প্রতিবাদ জানাই।

বক্তারা বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফিলিস্তিনের ওপর ইজরাইলে আগ্রাসনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তবে এই প্রতিবাদের সময় যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট তারা একটি নিষিদ্ধ সংগঠনের বলে আমরা জানতে পেরেছি।

বক্তারা আরও বলেন, ‘ফিলিস্তিনে হামলার প্রতিবাদে আমরা সব ধরনের ইসরায়েলি পণ্য বয়কট করছি। তবে বয়কটের নামে যারা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালাচ্ছে তাদের পরিচয় পেলে পুলিশে ধরিয়ে দিন। তারা দেশের সুনাম নষ্ট করছে।’