০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুড়িচংয়ে সনদ প্রদান ও চেক বিতরণ কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন কুমিল্লায় আইনজীবী আজাদ হত্যার চার্জশিটে আ’লীগ-বিএনপির ৩৫ জন নেতাদের নাম রেজিস্টার অফিস স্থাপনের মধ্য দিয়ে ময়নামতি উপজেলা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু — ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও স্কাফসহ ৩ জন গ্রেফতার কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে বিষপ্রয়োগ করে ব্যবসায়ির মাছ নিধন কুমিল্লায় প্রেমিককে ৪ টুকরো করে হত্যা; দুই দিন পর মিলাদ ও খিচুড়ি বিতরণ বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কুমিল্লা নগরীর কাঁটাবিলে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার উন্নয়ন ও প্রতিশ্রুতি নিয়ে সদর আসনের প্রার্থী রিয়াদের সংবাদ সম্মেলন

কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ; ভাঙচুর-লুটপাট না করে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান

  • তারিখ : ০৫:০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • 24

স্টাফ রিপোর্টার।।
ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে কুমিল্লায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদল। কর্মসূচি থেকে বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী কুমিল্লা নগরীর পূবালী চত্বরে এবং লিবার্টি মোড়ে পৃথক দুটি বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে কুমিল্লা ছাত্রদলের নেতাকর্মীরা। এসব কর্মসূচি থেকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতিসংঘকে সোচ্চার হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে সব ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।

এর আগে ইসরায়েল গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বাদুরতলায় গিয়ে শেষ হয়। অপরদিকে, কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের অধীনস্থ সব কলেজ সমূহে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করে স্ব স্ব ইউনিটের নেতাকর্মীরা।

কুমিল্লার পূবালী চত্বরের বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ অনেকেই।

সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, আমরা ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে যদি সবাই মিলে শান্তিপূর্ণভাবে ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি তাহলে তা হবে প্রতিবাদের ভাষা। তবে যারা ইসরায়েলি পণ্য বয়কটের নাম দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে আমরা ছাত্রদল এসব ঘটনারও প্রতিবাদ জানাই।

বক্তারা বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফিলিস্তিনের ওপর ইজরাইলে আগ্রাসনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তবে এই প্রতিবাদের সময় যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট তারা একটি নিষিদ্ধ সংগঠনের বলে আমরা জানতে পেরেছি।

বক্তারা আরও বলেন, ‘ফিলিস্তিনে হামলার প্রতিবাদে আমরা সব ধরনের ইসরায়েলি পণ্য বয়কট করছি। তবে বয়কটের নামে যারা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালাচ্ছে তাদের পরিচয় পেলে পুলিশে ধরিয়ে দিন। তারা দেশের সুনাম নষ্ট করছে।’

কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ; ভাঙচুর-লুটপাট না করে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান

তারিখ : ০৫:০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

স্টাফ রিপোর্টার।।
ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে কুমিল্লায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদল। কর্মসূচি থেকে বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী কুমিল্লা নগরীর পূবালী চত্বরে এবং লিবার্টি মোড়ে পৃথক দুটি বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে কুমিল্লা ছাত্রদলের নেতাকর্মীরা। এসব কর্মসূচি থেকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতিসংঘকে সোচ্চার হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে সব ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।

এর আগে ইসরায়েল গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বাদুরতলায় গিয়ে শেষ হয়। অপরদিকে, কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের অধীনস্থ সব কলেজ সমূহে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করে স্ব স্ব ইউনিটের নেতাকর্মীরা।

কুমিল্লার পূবালী চত্বরের বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ অনেকেই।

সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, আমরা ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে যদি সবাই মিলে শান্তিপূর্ণভাবে ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি তাহলে তা হবে প্রতিবাদের ভাষা। তবে যারা ইসরায়েলি পণ্য বয়কটের নাম দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে আমরা ছাত্রদল এসব ঘটনারও প্রতিবাদ জানাই।

বক্তারা বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফিলিস্তিনের ওপর ইজরাইলে আগ্রাসনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তবে এই প্রতিবাদের সময় যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট তারা একটি নিষিদ্ধ সংগঠনের বলে আমরা জানতে পেরেছি।

বক্তারা আরও বলেন, ‘ফিলিস্তিনে হামলার প্রতিবাদে আমরা সব ধরনের ইসরায়েলি পণ্য বয়কট করছি। তবে বয়কটের নামে যারা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালাচ্ছে তাদের পরিচয় পেলে পুলিশে ধরিয়ে দিন। তারা দেশের সুনাম নষ্ট করছে।’