কুমিল্লায় ১০০ টাকা দ্বন্দ্বে সহকর্মীকে হত্যা; যুবকের যাবজ্জীবন কারাদন্ড

জহিরুল হক বাবু।।
কুমিল্লায় এসকে ফিলিং স্টেশনে বখশিশের ১০০ টাকার ভাগবন্টন দ্বন্দ্বে কাজী মারুফ হোসেন হত্যা মামলায় সহকর্মীরাব্বীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় আদালত।

বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোছা: ফরিদা ইয়াসমিন. এ রায় দেন। তবে রায়ের সময় দণ্ডিত রাব্বি আদালতে উপস্থিত ছিলেন না।
দন্ডিত হলো- গোলাম রাব্বী হোসেন(২২) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো.শাহজাহানের ছেলে।

এ ব্যাপারে নিহতের মা মোসা.মিনুয়ারা বেগম বাদি হয়ে রাব্বীকে আসামি করে সদর দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করে।

মামলার বিবরণে জানা যায়-২০২৩ সালের ১০মে সকাল ৮টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার এসকে ফিলিং স্টেশনে বখশিশের ১০০ টাকার ভাগবন্টন দ্বন্দ্বে একটি ছরি দিয়ে এলাপাথারী আঘাত করে। পরে কুমিল্লা মেডিকেলে নেয়া পর কাজী মারুফের মৃত্যু হয়।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌশলী এপিপি এড.বিল্লাল হোসেন জানান, প্রকাশে্য দিবালোকে সিসি ক্যামিারার ফুটেজ সহ স্বাক্ষ্য প্রমাণে রাষ্ট্রপক্ষ প্রমাণ করেছে একমাত্র আসামী রাব্বিই মারুফকে হত্যা করেছে।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন ও রাষ্ট্রপক্ষে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক, শুনানি শেষে আসামি রাব্বির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
তিনি, রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিলে কথা জানিয়েছেন।

এদিকে এ হত্যার ছুরিকাঘাতের ঘটনার একটি সিসিটিভি ক্যামেরা ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ফুটেজে দেখা যায়, পাম্পের ভেতর একটি টুলে রাব্বি ও তার সঙ্গের দুইজন যুবক বসে আছেন। এ সময় মারুফ পানির বোতল থেকে পানি খেতে খেতে রাব্বিকে কিছু বলছিল। পরে রাব্বী স্বাভাবিকভাবেই হেঁটে পাম্পের ভেতরের একটি কক্ষে গিয়ে ফল কাটার ছুরি আনেন। ধীরে ধীরে হেঁটে যায় মারুফের সামনে। সামনে গিয়ে মারুফের বুকে দুই সেকেন্ডে তিনবার ছুরিকাঘাত করে।রক্তক্ষরণে পাম্পেই মারা যায় সে। এদিকে ঘটনার পরে রাব্বি দ্রুতই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page