০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় মা-মেয়ের লাশ উদ্ধার, ছেলে ও তাঁর স্ত্রী আটক হাবিবুল বশর মাইজভাণ্ডারীর ইন্তিকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শোক প্রকাশ মুরাদনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন দোকানীকে জরিমানা কুমিল্লায় ঘুষ–তদবির ছাড়াই নিয়োগ পেলেন ৪৭ কনস্টেবল কুমিল্লায় কারাগারে সাক্ষাতে গিয়ে গাঁজাসহ ধরা, এক মাসের জেল, ২০ টাকা জরিমানা কুমিল্লায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু কুমিল্লা সিটি কর্পোরেশন অংকনশালার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে চিত্রাংকন প্রতিযোগিতা মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিল চার হাজারের বেশি মানুষ দাউদকান্দিতে ধনাগোদা নদীতে ১৫ হাজার মাছের পোনা অবমুক্ত ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

  • তারিখ : ০৫:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • 121

বি এম ফয়সাল।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে। এর উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

বুধবার, (৭ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ক্রিড়া কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, “নভেম্বরে কমিটি গঠনের পর আমরা একটিও খেলা বাদ দিইনি। সাধারণত ১২ মাসে যে খেলার সূচি থাকে, তা আমরা তিন মাসেই সম্পন্ন করেছি।” তিনি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে খেলা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “খেলার উদ্দেশ্য যেন শিক্ষার্থীরা সফলভাবে বাস্তবায়ন করে এবং আম্পায়ারের সিদ্ধান্ত সবাই মেনে নেয়, সেই মানসিকতা থাকা প্রয়োজন।”

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, “খেলোয়াড়দের খেলোয়াড়সুলভ আচরণ ও দর্শকদের সহিষ্ণুতা বজায় রাখা প্রয়োজন। হারজিত খেলার অঙ্গ, সেটি মেনে নিয়ে খেলায় অংশ নিতে হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য গুণগত মানসম্পন্ন ক্রিকেটার তৈরি হবে।”

উল্লেখ্য, প্রতিযোগিতার নিয়মিত আপডেট বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট ও অ্যাপ cricheroes মাধ্যমে জানানো হবে বলেও জানানো হয়েছে।

জনপ্রিয় খবর
error: Content is protected !!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

তারিখ : ০৫:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

বি এম ফয়সাল।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে। এর উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

বুধবার, (৭ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ক্রিড়া কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, “নভেম্বরে কমিটি গঠনের পর আমরা একটিও খেলা বাদ দিইনি। সাধারণত ১২ মাসে যে খেলার সূচি থাকে, তা আমরা তিন মাসেই সম্পন্ন করেছি।” তিনি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে খেলা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “খেলার উদ্দেশ্য যেন শিক্ষার্থীরা সফলভাবে বাস্তবায়ন করে এবং আম্পায়ারের সিদ্ধান্ত সবাই মেনে নেয়, সেই মানসিকতা থাকা প্রয়োজন।”

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, “খেলোয়াড়দের খেলোয়াড়সুলভ আচরণ ও দর্শকদের সহিষ্ণুতা বজায় রাখা প্রয়োজন। হারজিত খেলার অঙ্গ, সেটি মেনে নিয়ে খেলায় অংশ নিতে হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য গুণগত মানসম্পন্ন ক্রিকেটার তৈরি হবে।”

উল্লেখ্য, প্রতিযোগিতার নিয়মিত আপডেট বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট ও অ্যাপ cricheroes মাধ্যমে জানানো হবে বলেও জানানো হয়েছে।