০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী কর্মী সভা কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার সহপাঠীকে মারধর করায় কুবি শিক্ষার্থীকে আজীবন হল থেকে বহিষ্কার ৩১ দফা বাস্তবায়নে দেবিদ্বারে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ মুরাদনগরে খাল দখল ও আবর্জনায় জলাবদ্ধতায় ভুগছে দুই গ্রামের মানুষ বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়ায় কুমিল্লায় ছাত্রলীগ–যুবলীগের ১২ নেতা-কর্মী আটক কুমিল্লা সীমান্তে বিজিবি অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ বিএনপি’র বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে- কুমিল্লায় ডা. তাহের মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর হাত বাঁধা শিশুর মরদেহ উদ্ধার

লালমাইয়ের বাগমারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মোহাম্মদ শহিদুল ইসলাম

  • তারিখ : ০৬:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • 103

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), ঢাকা এর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম।

৪ জুন কুমিল্লা শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু সালেহ মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। কমিটির অন্য সদস্যগণ হলেন শিক্ষক প্রতিনিধি মো; আবদুল করিম, অভিভাবক প্রতিনিধি কাজী আবুল হাসান এবং সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনির আহমদ।

উল্লেখ্য নতুন সভাপতি বাগমারা বাজারের জনপ্রিয় পল্লী চিকিৎসক ও মেসার্স হক মেডিকেল হলের সত্ত্বাধিকারী মরহুম মো: আবুল হোসেন এর জ্যেষ্ঠ পুত্র। তিনি বাগমারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থী ও কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক)।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স-মাস্টার্স শেষ করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা, দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া কুমিল্লা শিক্ষাবোর্ডে বিভিন্ন সেবা ডিজিটালাইজেশন ও সেবা সহজীকরণে নানামুখী সংস্কার কাজে অগ্রণী ভূমিকা পালন করে বোর্ডের আওতাধীন ৬ জেলার শিক্ষকমহলে ব্যাপক সুনাম অর্জন করেন।

জানতে চাইলে মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন- ১৯২১ সালে যাত্রা শুরু করা আমাদের গর্বের প্রতিষ্ঠান বাগমারা উচ্চ বিদ্যালয় বহুমূখী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। পরিবর্তিত প্রেক্ষাপটে শতবর্ষী এই প্রতিষ্ঠানের শিক্ষার মান ও পরিচালনায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে এলাকার সচেতন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করছি।

error: Content is protected !!

লালমাইয়ের বাগমারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মোহাম্মদ শহিদুল ইসলাম

তারিখ : ০৬:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), ঢাকা এর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম।

৪ জুন কুমিল্লা শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু সালেহ মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। কমিটির অন্য সদস্যগণ হলেন শিক্ষক প্রতিনিধি মো; আবদুল করিম, অভিভাবক প্রতিনিধি কাজী আবুল হাসান এবং সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনির আহমদ।

উল্লেখ্য নতুন সভাপতি বাগমারা বাজারের জনপ্রিয় পল্লী চিকিৎসক ও মেসার্স হক মেডিকেল হলের সত্ত্বাধিকারী মরহুম মো: আবুল হোসেন এর জ্যেষ্ঠ পুত্র। তিনি বাগমারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থী ও কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক)।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স-মাস্টার্স শেষ করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা, দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া কুমিল্লা শিক্ষাবোর্ডে বিভিন্ন সেবা ডিজিটালাইজেশন ও সেবা সহজীকরণে নানামুখী সংস্কার কাজে অগ্রণী ভূমিকা পালন করে বোর্ডের আওতাধীন ৬ জেলার শিক্ষকমহলে ব্যাপক সুনাম অর্জন করেন।

জানতে চাইলে মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন- ১৯২১ সালে যাত্রা শুরু করা আমাদের গর্বের প্রতিষ্ঠান বাগমারা উচ্চ বিদ্যালয় বহুমূখী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। পরিবর্তিত প্রেক্ষাপটে শতবর্ষী এই প্রতিষ্ঠানের শিক্ষার মান ও পরিচালনায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে এলাকার সচেতন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করছি।