১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ; দুই বিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তোহফা গোফরান বহিষ্কার কুবির বিজ্ঞান অনুষদে ৩৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ: ৯ সোনাসহ ২২ পদক জিতলেন কুমিল্লার ১৯ খেলোয়াড় কুমিল্লায় শ্বশুর বাড়ির ট্যাংকে জামাতার লাশ; স্ত্রীসহ চারজনের স্বীকারোক্তি, রহস্য উদঘাটন মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রাণীপ্রেমীদের মিলনমেলা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান কুমিল্লায় ৫ মিনিটের ঝটিকা মিছিল, ছাত্রলীগ, যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার কুমিল্লায় টানা ৪০ দিন নামাজ পড়ায় শিশুদের হাতে বাইসাইকেল ও কোরআন দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি- এম আউয়াল খান

কুমিল্লায় শশুর’কে হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন

  • তারিখ : ০৫:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • 169

নেকবর হোসেন।।
কুমিল্লায় বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় শ্বশুরকে হত্যা করার দায়ে তাসলিমা আক্তার নামের এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫-এর বিচারক মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে অভিযুক্ত ব্যক্তি বিরুদ্ধে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. বেলাল হোসেন ভূঁইয়া। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, কুমিল্লার লাকসাম উপজেলার আশকামতা গ্রামের বাসিন্দা তাসলিমা আক্তারের স্বামী মো. বিলাল হোসেন চাকরির কারণে ঢাকায় থাকতেন। এ সুযোগে তাসলিমা একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানার পর শ্বশুর মো. চান মিয়া প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ২০১৪ সালের ১১ জুলাই গভীর রাতে ঘুমন্ত শ্বশুরের ওপর হামলা চালান তাসলিমা। তিনি ধারালো অস্ত্র দিয়ে পুরুষাঙ্গ কেটে ও ছুরিকাঘাত করে চান মিয়াকে হত্যা করেন।

হত্যাকাণ্ডের পর গোসল সেরে নিহতের মেয়ে বেবি আক্তারকে বিষয়টি জানান তাসলিমা। পরদিন সকালে বেবিকে সঙ্গে নিয়ে লাকসাম থানায় আত্মসমর্পণ করেন তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. বেলাল হোসেন ভূঁইয়া জানান, মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তাসলিমাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

error: Content is protected !!

কুমিল্লায় শশুর’কে হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন

তারিখ : ০৫:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

নেকবর হোসেন।।
কুমিল্লায় বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় শ্বশুরকে হত্যা করার দায়ে তাসলিমা আক্তার নামের এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫-এর বিচারক মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে অভিযুক্ত ব্যক্তি বিরুদ্ধে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. বেলাল হোসেন ভূঁইয়া। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, কুমিল্লার লাকসাম উপজেলার আশকামতা গ্রামের বাসিন্দা তাসলিমা আক্তারের স্বামী মো. বিলাল হোসেন চাকরির কারণে ঢাকায় থাকতেন। এ সুযোগে তাসলিমা একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানার পর শ্বশুর মো. চান মিয়া প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ২০১৪ সালের ১১ জুলাই গভীর রাতে ঘুমন্ত শ্বশুরের ওপর হামলা চালান তাসলিমা। তিনি ধারালো অস্ত্র দিয়ে পুরুষাঙ্গ কেটে ও ছুরিকাঘাত করে চান মিয়াকে হত্যা করেন।

হত্যাকাণ্ডের পর গোসল সেরে নিহতের মেয়ে বেবি আক্তারকে বিষয়টি জানান তাসলিমা। পরদিন সকালে বেবিকে সঙ্গে নিয়ে লাকসাম থানায় আত্মসমর্পণ করেন তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. বেলাল হোসেন ভূঁইয়া জানান, মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তাসলিমাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।