০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার নানা আয়োজনে আবৃত্তি সংসদ কুমিল্লার ৩৩ বর্ষপূর্তি উদযাপন ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা প্রশাসনের ব্রাহ্মণপাড়ায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আমেনা বেগম গ্রেপ্তার বুড়িচংয়ে কালভার্টের নিচ থেকে ১২ ফুট অজগর উদ্ধার, বনে অবমুক্ত কুমিল্লায় নতুন ইউটার্নে লরিচাপায় প্রবাসী নিহত; মহাসড়ক অবরোধ হোমনায় শিক্ষার্থীদের চলাচলের পথে দেয়াল নির্মাণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ কুমিল্লায় মিথ্যাচারের শিকার পুলিশ কর্মকর্তা, নেপথ্যে যানজট নিরসনে কঠোর ভূমিকা মুরাদনগর জুরে শিশু-কিশোরদের হাতে অটোরিকশা; দুর্ঘটনা ও ভোগান্তি চরমে কুমিল্লায় সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১

কুমিল্লায় ভেজাল শিশুখাদ্যের কারখানায় অভিযান, ২৮১ কার্টুন জুস ধ্বংস

  • তারিখ : ১২:৫১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • 125

জহিরুল হক বাবু।।
কুমিল্লার চান্দিনা উপজেলায় একটি শিশু খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২৮১ কার্টুন ভেজাল ও নিম্নমানের ম্যাংগো জুস ও লিচু ড্রিংস জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার কোরপাই এলাকায় অবস্থিত প্রগতি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানায় এ অভিযান চালানো হয়।

মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন চান্দিনার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর। তার উপস্থিতিতেই জব্দকৃত ২৮১ কার্টুন অবৈধ ও মানহীন শিশুখাদ্য চান্দিনা পৌরসভার ডাম্পিং জোনে ধ্বংস করা হয়।

অভিযানে বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের প্রতিনিধি দল ও চান্দিনা থানার একটি পুলিশ টিম সহায়তা করে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর বলেন, “নিম্নমানের শিশুখাদ্য মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের পণ্য বাজারজাত করে শিশুদের জীবনের ঝুঁকি সৃষ্টি করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান নিয়মিত চালানো হবে।”

বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের একজন কর্মকর্তা জানান, “এই প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই ম্যাংগো ও লিচু ফ্লেভারের জুস উৎপাদন করছিল। পণ্যের গায়ে মান চিহ্ন ও বৈধ তথ্য উল্লেখ ছিল না। যা স্পষ্টতই ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা আইনের লঙ্ঘন।”

চান্দিনা উপজেলা প্রশাসন জানিয়েছে, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

error: Content is protected !!

কুমিল্লায় ভেজাল শিশুখাদ্যের কারখানায় অভিযান, ২৮১ কার্টুন জুস ধ্বংস

তারিখ : ১২:৫১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার চান্দিনা উপজেলায় একটি শিশু খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২৮১ কার্টুন ভেজাল ও নিম্নমানের ম্যাংগো জুস ও লিচু ড্রিংস জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার কোরপাই এলাকায় অবস্থিত প্রগতি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানায় এ অভিযান চালানো হয়।

মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন চান্দিনার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর। তার উপস্থিতিতেই জব্দকৃত ২৮১ কার্টুন অবৈধ ও মানহীন শিশুখাদ্য চান্দিনা পৌরসভার ডাম্পিং জোনে ধ্বংস করা হয়।

অভিযানে বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের প্রতিনিধি দল ও চান্দিনা থানার একটি পুলিশ টিম সহায়তা করে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর বলেন, “নিম্নমানের শিশুখাদ্য মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের পণ্য বাজারজাত করে শিশুদের জীবনের ঝুঁকি সৃষ্টি করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান নিয়মিত চালানো হবে।”

বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের একজন কর্মকর্তা জানান, “এই প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই ম্যাংগো ও লিচু ফ্লেভারের জুস উৎপাদন করছিল। পণ্যের গায়ে মান চিহ্ন ও বৈধ তথ্য উল্লেখ ছিল না। যা স্পষ্টতই ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা আইনের লঙ্ঘন।”

চান্দিনা উপজেলা প্রশাসন জানিয়েছে, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।