“কুমিল্লা মিডিয়া ফোরামের নতুন কমিটি: সভাপতি মামুন, সম্পাদক আতিক, সাংগঠনিক বাবু”

স্টাফ রিপোর্টার।।
‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবিচল’— এই স্লোগান ধারণ করে কুমিল্লা মিডিয়া ফোরামের ২০২৫-২০২৭ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে নগরীর কান্দিরপাড় সুরভী ম্যানসনের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এ নতুন কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি এম ফিরোজ মিয়া। একইসঙ্গে সভায় প্রথম আলোর প্রয়াত ফটোসাংবাদিক ও সংগঠনের উপদেষ্টা এম সাদেকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সাদিক হোসেন মামুন (দৈনিক ইনকিলাব)।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আতিকুর রহমান (দৈনিক কালবেলা)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—

সহ-সভাপতি: আরিফুর রহমান মজুমদার (বাংলা টিভি), হুমায়ুন কবির জীবন (এটিএন নিউজ), সহ-সাধারণ সম্পাদক: জাহিদ পাটোয়ারী (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক:জহিরুল হক বাবু (দৈনিক আজকের পত্রিকা),
আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট মো. আব্দুল আলীম খান (দৈনিক রূপসী বাংলা), অর্থ সম্পাদক: আবু জাফর মোহাম্মদ সালেহ (দৈনিক ডাক প্রতিদিন), দপ্তর সম্পাদক: নেকবর হোসেন (দৈনিক আজকের জীবন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মাসুদ রানা জুয়েল (দৈনিক ডাক প্রতিদিন), নির্বাহী সদস্য: কাজী এনামুল হক ফারুক (৭১ টেলিভিশন), এম ফিরোজ মিয়া (দৈনিক ভোরের সূর্যোদয়), মো. সাইফুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত), মোহাম্মদ মাসুদ মজুমদার (দৈনিক যায়যায়দিন), আহসান হাবীব পাখি (আনন্দ টিভি)

সভায় নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ, নৈতিকতা ও সৌহার্দ্য রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page