আতাউর রহমান
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে জলাধার ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘরের ঘাগরা কাটা এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এসময় তাকে সহযোগিতা করেন থানা পুলিশ ও আনসার সদস্যরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কান্দুঘর এলাকায় একটি জলাধার অবৈধভাবে ড্রেজিং করে ভরাট করার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থলে থাকা ড্রেজার মালিককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করা হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, “জলাধার ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”