স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনায় ভেজাল কোমল পানীয় ও যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করেছে সেনাবাহিনী ও প্রশাসন। এ ঘটনায় দুইজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (১০ আগস্ট ২০২৫) বিকালে চান্দিনা পৌরসভার হারং, মধ্যপাড়া ২ নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী চান্দিনা ক্যাম্প, চান্দিনা থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর। এসময় “ইহান ফুড অ্যান্ড বেভারেজ” নামের একটি প্রতিষ্ঠানের কারখানা থেকে প্রায় ৫০০০ পিস নকল স্টিকারযুক্ত ভেজাল কোমল পানীয় বোতল, ৪০০০ পিস নকল যৌন উত্তেজক ওষুধ, বিপুল পরিমাণ কাঁচামাল ও উৎপাদন যন্ত্রপাতি জব্দ করা হয়। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে এসব ধ্বংস করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর সাংবাদিকদের বলেন “এ ধরনের ভেজাল পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। মানুষের অজান্তে বিষ পান করানোর মতো অপরাধ যারা করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আজকের অভিযানে জব্দ করা পণ্য বাজারে গেলে তা মানুষের জীবন নিয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি করত।”
তিনি আরও বলেন, “জনস্বার্থে ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণকে সচেতন থাকতে হবে এবং যে কোনো সন্দেহজনক কার্যক্রম প্রশাসনকে জানাতে হবে।”
ভ্রাম্যমাণ আদালত অবৈধ এই কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আটক দুজনকে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করে।
এদিকে এলাকাবাসী এমন অভিযানকে স্বাগত জানিয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও যেন এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকে সেই দাবি জানিয়েছে।