০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার মুরাদনগরে মামলায় আটক বিএনপির ১৩ নেতা-কর্মীর জামিন কুমিল্লার মুরাদনগরে অতিরিক্ত মদ পানে ২ জনের মৃত্যু কুমিল্লায় এনজিও’র ঋণের চাপ ও অভাবে মা-মেয়ের আত্মহত্যা চৌদ্দগ্রামে সাংবাদিক মামুনের রোগমুক্তি কামনায় দোয়া-মিলাদ বুড়িচংয়ে দখলকৃত খাল উদ্ধারে প্রশাসনের অভিযান কুমিল্লায় টিফিনের টাকায় গাছের চারা উপহার: ৫০০ শিক্ষার্থীর সবুজ শপথ কুমিল্লায় ৮ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ করে বিএনপির সম্মেলন চৌদ্দগ্রামে বিনাধান-১৯, ২১ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন শীর্ষক মাঠ দিবস পালিত কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে ‘কলিজা খুলে নেওয়ার’ হুমকি, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে কুমিল্লার বুড়িচংয়ে ৭৫ বোতল স্কাফ ও ১ লাখ ১০ হাজার টাকাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান, নিউ মদিনা ফুডকে ৩০ হাজার টাকা জরিমানা

  • তারিখ : ০৮:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 272

মনির হোসাইন
কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জেলা অফিসের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমানের নেতৃত্বে উপজেলার রামচন্দ্রপুর রোডের নিউ মদিনা ফুড প্রোডাক্টসে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জানা যায়, নিউ মদিনা ফুড প্রোডাক্টস মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং ‘মান সনদ’ গ্রহণ ছাড়াই ‘চিপস’ বিক্রয় ও বিতরণ করছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ উদ্যোগে উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ১৫/২৭ ধারায় উক্ত প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমান করা হয়। এছাড়া বাজার ও দোকানগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, পরিবেশ সংরক্ষণ আইন এবং অন্যান্য প্রযোজ্য বিধি-বিধান বাস্তবায়ন নিশ্চিত করা হয়।

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কুমিল্লা অফিসের ফিল্ড কর্মকর্তা (সিএম) ইকবাল আহম্মেদ, পরিদর্শক (মেট্রোলজি) আরিফ উদ্দিন উপস্থিত ছিলেন। এসময় সার্বিক সহযোগিতা করেন পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান, নিউ মদিনা ফুডকে ৩০ হাজার টাকা জরিমানা

তারিখ : ০৮:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

মনির হোসাইন
কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জেলা অফিসের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমানের নেতৃত্বে উপজেলার রামচন্দ্রপুর রোডের নিউ মদিনা ফুড প্রোডাক্টসে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জানা যায়, নিউ মদিনা ফুড প্রোডাক্টস মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং ‘মান সনদ’ গ্রহণ ছাড়াই ‘চিপস’ বিক্রয় ও বিতরণ করছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ উদ্যোগে উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ১৫/২৭ ধারায় উক্ত প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমান করা হয়। এছাড়া বাজার ও দোকানগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, পরিবেশ সংরক্ষণ আইন এবং অন্যান্য প্রযোজ্য বিধি-বিধান বাস্তবায়ন নিশ্চিত করা হয়।

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কুমিল্লা অফিসের ফিল্ড কর্মকর্তা (সিএম) ইকবাল আহম্মেদ, পরিদর্শক (মেট্রোলজি) আরিফ উদ্দিন উপস্থিত ছিলেন। এসময় সার্বিক সহযোগিতা করেন পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।