১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় আগুনে সর্বস্ব হারালেন রোস্তম আলী

  • তারিখ : ০৮:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 494

মো. বাছির উদ্দিন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেলেন দরিদ্র রোস্তম আলী ভূঁইয়া। রবিবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তার বসতঘরে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, আগুন লাগার সময় ঘরে কেউ উপস্থিত ছিলেন না। হঠাৎ ঘরের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা দৌড়ে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা চালান। প্রায় দুই ঘণ্টার প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে বসতঘরসহ আসবাবপত্র, পোশাক, দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী, এমনকি নগদ অর্থ পর্যন্ত সব কিছু ভস্মীভূত হয়। ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

চোখ ভেজা কণ্ঠে রোস্তম আলী বলেন, “আমি বাজারে ছিলাম। হঠাৎ খবর পেয়ে দৌড়ে এসে দেখি আমার চোখের সামনে সব শেষ হয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁইটুকুও আর রইল না। এখন পরিবার নিয়ে কোথায় আশ্রয় নেব, তা বুঝতে পারছি না।”

এমন অসহায় অবস্থায় তাকে দেখে স্থানীয়রা আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রতিবেশীরা জানান, রোস্তম আলী পরিবারের একমাত্র ভরসাস্থল ছিল এই ঘর। সেটি হারিয়ে তিনি এখন মানবেতর জীবনযাপনের মুখোমুখি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করা হবে।

error: Content is protected !!

ব্রাহ্মণপাড়ায় আগুনে সর্বস্ব হারালেন রোস্তম আলী

তারিখ : ০৮:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

মো. বাছির উদ্দিন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেলেন দরিদ্র রোস্তম আলী ভূঁইয়া। রবিবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তার বসতঘরে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, আগুন লাগার সময় ঘরে কেউ উপস্থিত ছিলেন না। হঠাৎ ঘরের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা দৌড়ে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা চালান। প্রায় দুই ঘণ্টার প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে বসতঘরসহ আসবাবপত্র, পোশাক, দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী, এমনকি নগদ অর্থ পর্যন্ত সব কিছু ভস্মীভূত হয়। ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

চোখ ভেজা কণ্ঠে রোস্তম আলী বলেন, “আমি বাজারে ছিলাম। হঠাৎ খবর পেয়ে দৌড়ে এসে দেখি আমার চোখের সামনে সব শেষ হয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁইটুকুও আর রইল না। এখন পরিবার নিয়ে কোথায় আশ্রয় নেব, তা বুঝতে পারছি না।”

এমন অসহায় অবস্থায় তাকে দেখে স্থানীয়রা আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রতিবেশীরা জানান, রোস্তম আলী পরিবারের একমাত্র ভরসাস্থল ছিল এই ঘর। সেটি হারিয়ে তিনি এখন মানবেতর জীবনযাপনের মুখোমুখি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করা হবে।