মো. বাছির উদ্দিন।।
”অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ (১৮-২৪) আগস্ট-২০২৫ উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় “প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে” পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন পুকুর, থানা পুকুর, উপজেলা হাসপাতাল পুকুর, সাহেবাবাদ ইউনিয়ন ভূমি পুকুর, সাহেবাবাদ কামিল মাদ্রাসা পুকুর, ঘুঙ্গুর নদী ও নাগাইশ খাল-বিলে রুই মাছ, কাতলা মাছ, মৃগেল মাছসহ অন্যান্য দেশীয় প্রজাতির ৩শত কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
পোনামাছ অবমুক্ত কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
এতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, মৎস্য দপ্তরের অফিস সহকারি মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান বলেন, এসব দেশীয় পোনামাছগুলো যেনো হারিয়ে না যায় সেদিকে সকলকে সচেতন হতে হবে। প্রকৃতিতে এসব মাছ টিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব। তাহলে খাল-বিল মাছে ভরপুর থাকবে।