০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার তরুণ প্রজন্মের ব্রাহ্মণপাড়া উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কীটনাশক দোকানে জরিমানা কুমিল্লায় ট্রাকের চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত, আহত ৪ কুমিল্লা নগরীর বিসিকে যুবককে পিটিয়ে হত্যা ব্রাহ্মণপাড়ায় ৬ ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ ট্রাক চালককে জরিমানা ব্রাহ্মণপাড়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ মনোহরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে দানিক সমবায় সমিতেতে জমা অর্থ ফেরত পেতে গ্রাহকদের মানববন্ধন বুড়িচংয়ে বর্ণাঢ্য আয়োজেনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্রাহ্মণপাড়ায় ৬ ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ ট্রাক চালককে জরিমানা

  • তারিখ : ১১:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • 203

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়মের অভিযোগে ছয় ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ এক ট্রাক চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ( ২১ আগস্ট ) বিকেলে উপজেলার চান্দলা বাজার ও সাহেবাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান।

এ সময় উপজেলা সেনেটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা, থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলার চান্দলা বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে তিন মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া জনগণের চলাচলের রাস্তায় ও খাবারের দোকানের সামনে নোংরা ও দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি করায় এক মুরগি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা এবং নিষিদ্ধ পলিথিন মজুদ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দুই কনফেকশনারি দোকানীকে ৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও একইদিন উপজেলার সাহেবাবাদ এলাকার দরিয়ারপাাড়ে যানজট সৃষ্টির অপরাধে এক ট্রাক চালককে ৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, উপজেলার চান্দলা বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় ও নোংরা পরিবেশে মিষ্টি প্রস্তুতের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়াও একই বাজারে অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে আরও তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

ব্রাহ্মণপাড়ায় ৬ ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ ট্রাক চালককে জরিমানা

তারিখ : ১১:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়মের অভিযোগে ছয় ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ এক ট্রাক চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ( ২১ আগস্ট ) বিকেলে উপজেলার চান্দলা বাজার ও সাহেবাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান।

এ সময় উপজেলা সেনেটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা, থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলার চান্দলা বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে তিন মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া জনগণের চলাচলের রাস্তায় ও খাবারের দোকানের সামনে নোংরা ও দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি করায় এক মুরগি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা এবং নিষিদ্ধ পলিথিন মজুদ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দুই কনফেকশনারি দোকানীকে ৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও একইদিন উপজেলার সাহেবাবাদ এলাকার দরিয়ারপাাড়ে যানজট সৃষ্টির অপরাধে এক ট্রাক চালককে ৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, উপজেলার চান্দলা বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় ও নোংরা পরিবেশে মিষ্টি প্রস্তুতের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়াও একই বাজারে অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে আরও তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।