আলমগীর কবির।।
শিক্ষা, সামাজিক ও মানবিক কার্যক্রমে নিবেদিত সংগঠন “আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম” ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন খায়রুল বাশার এবং সদস্য সচিব হয়েছেন নির্জো খান।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাহ্মণপাড়ায় তারা সমাজসেবা, শিক্ষা প্রসার ও মানবিক সহায়তার মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করে গঠনমূলক কাজ করবে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণারও পরিকল্পনা রয়েছে।
আহ্বায়ক খায়রুল বাশার বলেন, “আমরা ব্রাহ্মণপাড়া উপজেলায় আর্তমানবতার সেবায় কাজ করতে চাই। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।” সদস্য সচিব নির্জো খান জানান, “কমিটি গঠনের পরপরই আমরা একটি কর্মপরিকল্পনা তৈরি করব এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য কার্যক্রম শুরু করব।”
নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক ডা. মো. ফয়সাল মিয়া (মাধবপুর ইউনিয়ন), মো. আকমালুল আবেদিন (ব্রাহ্মণপাড়া সদর), ইব্রাহীম খলিল শান্ত (ব্রাহ্মণপাড়া সদর), সাকিবুল হাসান বাপ্পি (মাধবপুর); সদস্য রিয়াদ (সাহেবাবাদ ইউনিয়ন), জিহাদুল ইসলাম (মাধবপুর), মনিরুল ইসলাম (চান্দলা ইউনিয়ন), রাকিবুল ইসলাম (ব্রাহ্মণপাড়া সদর), ইকরামুল হক ইমন (ব্রাহ্মণপাড়া সদর), জহির আলম তানিম (ব্রাহ্মণপাড়া সদর), মাইনুদ্দিন হোসাইনী (সাহেবাবাদ ইউনিয়ন), রবিউল ইসলাম (মালাপাড়া ইউনিয়ন), ইয়াসিন আরাফাত (শিদলাই ইউনিয়ন), মোহাম্মদ আলী (দুলালপুর ইউনিয়ন), শাকিল আহমেদ আব্দুল্লাহ (ব্রাহ্মণপাড়া সদর) ও লিমন ইসলাম (মাধবপুর ইউনিয়ন)।
সংগঠনের জেলা আহ্বায়ক পিয়ারে মাহবুব এবং জেলা সদস্য সচিব সাজ্জাদ খানের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কার্যক্রম সম্পর্কে আরও জানা যাবে বলে জানানো হয়েছে।