
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বারে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হৃদয় (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার দেবিদ্বার-চান্দিনা সড়কের কাচিসাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় মুরাদনগর উপজেলার শিবানীপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। তিনি স্থানীয় শিবানীপুর ফাইভ স্টার ব্রিকসের ট্রাক্টরে হেল্পারের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক্টরটি মুরাদনগর থেকে ইট সরবরাহ শেষে চান্দিনা কলেজে নামিয়ে ফিরছিল। এসময় হৃদয় গাড়ির ট্রলি ও ইঞ্জিনের মাঝখানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ কাচিসাইর এলাকায় একটি বিকট শব্দ হয়। চালক ইমন দ্রুত ফিরে দেখেন, তার হেল্পার হৃদয় মাটিতে পড়ে গেছেন এবং মুহূর্তেই ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হন।
চালক ইমন বলেন, “আমি সঙ্গে সঙ্গে ট্রাক্টর থামিয়ে তাকে ধরি, মাথায় পানি দেই। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারি, হৃদয় আর বেঁচে নেই।”
খবর পেয়ে নিহতের বাবা ও আত্মীয়-স্বজন ঘটনাস্থলে ছুটে যান। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মঈন উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
স্থানীয়রা জানান, ইটভাটার ট্রাক্টরগুলো বেশিরভাগ সময় অতিরিক্ত বোঝাই করে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা প্রশাসনের কাছে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।