০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে পুনরায় হত্যার হুমকি, ১০ লাখ টাকা চাঁদা দাবি কুমিল্লায় উল্টো পথে আসা পিকআপে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত কুমিল্লা নিউজের প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে আহত এক নারীসহ ২ জনের মৃত্যু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের জেরে মব তৈরি করে ৩ সাংবাদিক হেনস্তা ব্রাহ্মণপাড়ায় স্কুল পরিদর্শনে ইউএনও, ক্লাস নিলেন শিক্ষার্থীদের কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত; ২ জনের হাত-পা বিচ্ছিন্ন কুমিল্লায় সেনা অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী আটক, বিপুল অস্ত্র-সামগ্রী জব্দ জাতীয়তাবাদী মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের বর্ণাঢ্য র‍্যালী মুরাদনগরে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ১০ লক্ষ টাকার ক্ষতি

কুমিল্লায় বালুর স্তূপ থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

  • তারিখ : ০৭:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • 6618

জহিরুল হক বাবু
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মাস্তানপুর এলাকা থেকে আমিনুল ইসলাম (২১) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি পরিত্যক্ত বালুমাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমিনুল বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের আলী আজ্জমের একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান, বালির স্তূপের পাশে রক্ত দেখতে পেয়ে সন্দেহ হলে তারা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের চাচা আব্দুল কাইয়ুম জানান, আমিনুল মঙ্গলবার রাতে ব্যবসার কাজে সিলেট যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। বুধবার রাতে বাবার সঙ্গে শেষবার মোবাইলে কথা বলার পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে ছবি দেখে মরদেহ শনাক্ত করেন তারা।

তিনি আরও জানান, নিহত আমিনুল তিন ভাই ও এক বোনের মধ্যে বড়। বাবার সঙ্গে অটো রাইস মিল ও নির্মাণ সামগ্রীর ব্যবসায় যুক্ত ছিলেন। আগামী ২৪ সেপ্টেম্বর তার ইউরোপ যাওয়ার কথা ছিল।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো একসময় হত্যা করে বালির নিচে মরদেহ চাপা দেয়। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ ও সিআইডি কাজ করছে।

error: Content is protected !!

কুমিল্লায় বালুর স্তূপ থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

তারিখ : ০৭:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

জহিরুল হক বাবু
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মাস্তানপুর এলাকা থেকে আমিনুল ইসলাম (২১) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি পরিত্যক্ত বালুমাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমিনুল বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের আলী আজ্জমের একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান, বালির স্তূপের পাশে রক্ত দেখতে পেয়ে সন্দেহ হলে তারা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের চাচা আব্দুল কাইয়ুম জানান, আমিনুল মঙ্গলবার রাতে ব্যবসার কাজে সিলেট যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। বুধবার রাতে বাবার সঙ্গে শেষবার মোবাইলে কথা বলার পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে ছবি দেখে মরদেহ শনাক্ত করেন তারা।

তিনি আরও জানান, নিহত আমিনুল তিন ভাই ও এক বোনের মধ্যে বড়। বাবার সঙ্গে অটো রাইস মিল ও নির্মাণ সামগ্রীর ব্যবসায় যুক্ত ছিলেন। আগামী ২৪ সেপ্টেম্বর তার ইউরোপ যাওয়ার কথা ছিল।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো একসময় হত্যা করে বালির নিচে মরদেহ চাপা দেয়। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ ও সিআইডি কাজ করছে।