০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় স্কুল শেষে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ‎ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল ফেলে পালালেন দুই যুবক, ৪ কেজি গাঁজা উদ্ধার ‎ব্রাহ্মণপাড়া চান্দলায় পরিবারের সদস্যদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি কুবির মেডিকেল সেবা নিশ্চিতে শিক্ষার্থীদের ৮ দাবি ফের গ্রেপ্তার দেবিদ্বার পৌরসভার মেয়র শামিম হোমনায় রেহানা মজিদ মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত প্রথমবারের মতো কুবিতে পিএইচডি প্রোগ্রাম চালুর সুপারিশ কুমিল্লায় ভুতুড়ে বিদ্যুৎ বিল: ফ্যান-লাইট ও ফ্রিজের মাসিক বিল ১ লাখ ৬৭ হাজার টাকা! কুবি শিক্ষার্থীকে হত্যাকারীর শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ

কুবি শিক্ষার্থীকে হত্যাকারীর শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ

  • তারিখ : ০৬:৪৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • 210

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের নৃশংস হত্যা ও ধর্ষকের ফাঁসির দাবিতে তৃতীয় বারের মতো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

১৫ সেপ্টেম্বর( সোমবার) দুপুর ১টায় কুমিল্লার কান্দিরপাড়ের পূবালী চত্বরে এ মানববন্ধন করেন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে আদালত প্রাঙ্গনে প্রবেশ করেন। এসময় তারা প্রায় ঘন্টাখানেক আদালত প্রাঙ্গনে অবস্থান নেন। পরে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট মো. আমিরুল কায়ছার এবং কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বরাবর দুটি পৃথক স্মারকলিপি জমা দেন।

এসময় শিক্ষার্থীদেরকে ভিন্ন ভিন্ন প্লেকার্ড হাতে বিক্ষোভ মিছিল ও স্লোগান দেন। ‘আমার বোন মরলো কেন? প্রশাসন জবাব চাই’; ‘আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব চাই’; ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাসি চাই’; ‘ধর্ষকের দুই গালে জুতা মারো তালে তালে’; ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’; ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’; ‘বিচার নিয়ে টালবাহানা, চলবেনা চলবেনা’; ‘আমার বোন খবরে খুনি কেন বাহিরে সহ নানা স্লোগান দেন।

এসময় সুমাইয়ার সহপাঠী মুনিয়া আফরোজ বলেন, আমরা জানতে পেরেছি আমাদের সহপাঠীকে প্রথমে ধর্ষণ ও পরে হত্যা করা হয়েছে। আমরা এই নৃশংস হত্যার দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। ময়নাতদন্ত প্রতিবেদন উপস্থাপনে যাতে কোন প্রকার গড়িমসি না করা হয় সেই দাবি জানাচ্ছি। প্রশাসন যাতে অতিদ্রুত ধর্ষকের ফাঁসি কার্যকর করে তাদেরকে সেই অনুরোধ জানাচ্ছি।

লোক প্রশাসন ১৪ তম আবর্তনের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন সুমাইয়া। তার মা ও তাকে যেভাবে নৃশংসতার সাথে হত্যা করা হয়েছে আমরা এর প্রতিবাদ জানায়। আমরা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই। আর যাতে কেউ এমন সাহস না করতে পারে সেইজন্য প্রশাসনকে সক্রিয় থাকার অনুরোধ জানায়।

error: Content is protected !!

কুবি শিক্ষার্থীকে হত্যাকারীর শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ

তারিখ : ০৬:৪৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের নৃশংস হত্যা ও ধর্ষকের ফাঁসির দাবিতে তৃতীয় বারের মতো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

১৫ সেপ্টেম্বর( সোমবার) দুপুর ১টায় কুমিল্লার কান্দিরপাড়ের পূবালী চত্বরে এ মানববন্ধন করেন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে আদালত প্রাঙ্গনে প্রবেশ করেন। এসময় তারা প্রায় ঘন্টাখানেক আদালত প্রাঙ্গনে অবস্থান নেন। পরে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট মো. আমিরুল কায়ছার এবং কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বরাবর দুটি পৃথক স্মারকলিপি জমা দেন।

এসময় শিক্ষার্থীদেরকে ভিন্ন ভিন্ন প্লেকার্ড হাতে বিক্ষোভ মিছিল ও স্লোগান দেন। ‘আমার বোন মরলো কেন? প্রশাসন জবাব চাই’; ‘আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব চাই’; ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাসি চাই’; ‘ধর্ষকের দুই গালে জুতা মারো তালে তালে’; ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’; ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’; ‘বিচার নিয়ে টালবাহানা, চলবেনা চলবেনা’; ‘আমার বোন খবরে খুনি কেন বাহিরে সহ নানা স্লোগান দেন।

এসময় সুমাইয়ার সহপাঠী মুনিয়া আফরোজ বলেন, আমরা জানতে পেরেছি আমাদের সহপাঠীকে প্রথমে ধর্ষণ ও পরে হত্যা করা হয়েছে। আমরা এই নৃশংস হত্যার দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। ময়নাতদন্ত প্রতিবেদন উপস্থাপনে যাতে কোন প্রকার গড়িমসি না করা হয় সেই দাবি জানাচ্ছি। প্রশাসন যাতে অতিদ্রুত ধর্ষকের ফাঁসি কার্যকর করে তাদেরকে সেই অনুরোধ জানাচ্ছি।

লোক প্রশাসন ১৪ তম আবর্তনের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন সুমাইয়া। তার মা ও তাকে যেভাবে নৃশংসতার সাথে হত্যা করা হয়েছে আমরা এর প্রতিবাদ জানায়। আমরা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই। আর যাতে কেউ এমন সাহস না করতে পারে সেইজন্য প্রশাসনকে সক্রিয় থাকার অনুরোধ জানায়।