১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে নির্যাতিত মটর শ্রমিক সংগঠনের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুমিল্লায় ৮ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, প্রধান আসামি গ্রেফতার কুমিল্লায় জামায়াতের সেমিনার: জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি কুমিল্লার বুড়িচংয়ে রেললাইন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লার বুড়িচংয়ে বিক্ষোভ মিছিল বুড়িচংয়ে জাতীয় কবি নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর- জামায়াত নেতা ড. মোবারক হোসাইন বিদেশ পাঠানোর ফাঁদে কোটি টাকার প্রতারণা, কুমিল্লায় মানব পাচারকারী নুর আলম আটক কুমিল্লার দেবিদ্বারে ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

কুমিল্লায় জামায়াতের সেমিনার: জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

  • তারিখ : ০৭:০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • 24

আলমগীর কবির।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম বলেছেন, বাংলাদেশের মাটিতে যেন আর কোনো ফ্যাসিবাদ ও স্বৈরাচার না আসে, সে জন্য জাতীয় সংসদ নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাস্তবায়ন, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং খুনি-ফ্যাসিস্টদের বিচার করতে হবে।

তিনি বলেন, “অধিকাংশ রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র কাঠামোর সংস্কার করা হলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। প্রয়োজনে পিআর পদ্ধতি নিয়ে গণভোট দিন। জনগণের রায় যদি পিআরের পক্ষে আসে, সবাইকেই মানতে হবে। আর বিপক্ষে গেলে আমরা জামায়াতে ইসলামীও মেনে নেব।”

শুক্রবার বিকেল সাড়ে তিনটায় নগরীর আইটি কনভেনশন হলে কুমিল্লা মহানগর জামায়াত আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ এবং সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।

প্রধান অতিথি আরও বলেন, “ছাত্র আন্দোলনে অনেক শিক্ষার্থী জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে একটি সুন্দর দেশ পাওয়ার জন্য। প্রচলিত নির্বাচন পদ্ধতিতে কালো টাকা, পেশিশক্তি ও জালিয়াতি প্রভাব বিস্তার করে। এর মাধ্যমে দেশের সম্পদ বিদেশে পাচার হয়, চাঁদাবাজির জন্ম হয়। তাই এই পদ্ধতি আর বাংলার জমিনে দেখতে চাই না।”

তিনি অভিযোগ করেন, “গত ৫৪ বছরে যারা-ই ক্ষমতায় এসেছে, তারা জনগণের ভাগ্যের পরিবর্তনে কিছুই করেনি। বরং লুটপাট, অনিয়ম, রাজনীতিহীনতা ও বিদেশি স্বার্থে দেশকে তুলে দিয়েছে। জনগণ এখন তাদের প্রতি বিরক্ত। দেশবাসী এমন একটি নেতৃত্ব চায় যারা জনগণের দুঃখ-কষ্ট বুঝবে, উন্নয়ন করবে ও জাতিকে ঐক্যবদ্ধ রাখবে।”

সেমিনারে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিল মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, দপ্তর সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, অর্থ সম্পাদক আমির হোসাইন ফরায়েজী, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান, মোহাম্মদ হোসাইন, কাজী নজির আহম্মেদ প্রমুখ।

error: Content is protected !!

কুমিল্লায় জামায়াতের সেমিনার: জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

তারিখ : ০৭:০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

আলমগীর কবির।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম বলেছেন, বাংলাদেশের মাটিতে যেন আর কোনো ফ্যাসিবাদ ও স্বৈরাচার না আসে, সে জন্য জাতীয় সংসদ নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাস্তবায়ন, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং খুনি-ফ্যাসিস্টদের বিচার করতে হবে।

তিনি বলেন, “অধিকাংশ রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র কাঠামোর সংস্কার করা হলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। প্রয়োজনে পিআর পদ্ধতি নিয়ে গণভোট দিন। জনগণের রায় যদি পিআরের পক্ষে আসে, সবাইকেই মানতে হবে। আর বিপক্ষে গেলে আমরা জামায়াতে ইসলামীও মেনে নেব।”

শুক্রবার বিকেল সাড়ে তিনটায় নগরীর আইটি কনভেনশন হলে কুমিল্লা মহানগর জামায়াত আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ এবং সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।

প্রধান অতিথি আরও বলেন, “ছাত্র আন্দোলনে অনেক শিক্ষার্থী জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে একটি সুন্দর দেশ পাওয়ার জন্য। প্রচলিত নির্বাচন পদ্ধতিতে কালো টাকা, পেশিশক্তি ও জালিয়াতি প্রভাব বিস্তার করে। এর মাধ্যমে দেশের সম্পদ বিদেশে পাচার হয়, চাঁদাবাজির জন্ম হয়। তাই এই পদ্ধতি আর বাংলার জমিনে দেখতে চাই না।”

তিনি অভিযোগ করেন, “গত ৫৪ বছরে যারা-ই ক্ষমতায় এসেছে, তারা জনগণের ভাগ্যের পরিবর্তনে কিছুই করেনি। বরং লুটপাট, অনিয়ম, রাজনীতিহীনতা ও বিদেশি স্বার্থে দেশকে তুলে দিয়েছে। জনগণ এখন তাদের প্রতি বিরক্ত। দেশবাসী এমন একটি নেতৃত্ব চায় যারা জনগণের দুঃখ-কষ্ট বুঝবে, উন্নয়ন করবে ও জাতিকে ঐক্যবদ্ধ রাখবে।”

সেমিনারে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিল মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, দপ্তর সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, অর্থ সম্পাদক আমির হোসাইন ফরায়েজী, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান, মোহাম্মদ হোসাইন, কাজী নজির আহম্মেদ প্রমুখ।