১১:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এনসিপিকে শাপলা না দিলে ধানের শীষও বাদ দিতে হবে -হাসনাত আব্দুল্লাহ ‎ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া ফুটসাল ফুটবল প্রিমিয়ারলীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লা বিভাগ না হলে মহাসড়ক অচল; ৭ দিনের আলটিমেটাম কুমিল্লায় পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ মুরাদনগরে ইউএনওর হস্তক্ষেপে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী দিনা আক্তার মেঘনায় আ’ লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজ গ্রেপ্তার অধিকার ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামী জনগণের পাশে আছে -মনিরুজ্জামান বাহলুল বুড়িচংয়ে বিয়ে বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি ‎ব্রাহ্মণপাড়ায় ১২শত মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

কুমিল্লায় পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

  • তারিখ : ০৬:২২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 77

স্টাফ রিপোর্টার।।
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে অনুষ্ঠিত গণমিছিল পূর্ব সমাবেশ শেষে মিছিলটি টাউন মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টমছমব্রিজ মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার, কেন্দ্রীয় শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কেন্দ্রীয় শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, মহানগর নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুন প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান।

বক্তারা বলেন, “পিআর পদ্ধতি নিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। অথচ এই পদ্ধতিতে ভোটারদের ভোটের সঠিক মূল্যায়ন হয়, মনোনয়ন বাণিজ্য বন্ধ হয় এবং অধিক ভোট কাস্টের সুযোগ তৈরি হয়। তাই আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন করতে হবে।”

তারা আরও বলেন, “স্বৈরাচারী সরকারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। অন্যথায় জুলাই সনদের জনআকাঙ্ক্ষা পূরণ হবে না।” বক্তারা একইসঙ্গে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিও পুনর্ব্যক্ত করেন।

গণমিছিলে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, নাছির আহমেদ মোল্লা, কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি হাসান আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি হাফেজ মাজারুল ইসলাম, মহানগর ছাত্রশিবির সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ সময় তারা “এই মুহূর্তে দরকার পিআর আর সংস্কার”, “পিআর পদ্ধতির নির্বাচন দিতে হবে দিয়ে দাও”, “জামায়াত-শিবির জনতা, গড়ে তোলো একতা” এমন বিভিন্ন স্লোগান দেন।

সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতনের বিচার ও দুর্নীতির অবসান ঘটাতে হবে।” তিনি নগরবাসীকে ন্যায়ের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

error: Content is protected !!

কুমিল্লায় পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

তারিখ : ০৬:২২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

স্টাফ রিপোর্টার।।
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে অনুষ্ঠিত গণমিছিল পূর্ব সমাবেশ শেষে মিছিলটি টাউন মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টমছমব্রিজ মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার, কেন্দ্রীয় শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কেন্দ্রীয় শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, মহানগর নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুন প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান।

বক্তারা বলেন, “পিআর পদ্ধতি নিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। অথচ এই পদ্ধতিতে ভোটারদের ভোটের সঠিক মূল্যায়ন হয়, মনোনয়ন বাণিজ্য বন্ধ হয় এবং অধিক ভোট কাস্টের সুযোগ তৈরি হয়। তাই আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন করতে হবে।”

তারা আরও বলেন, “স্বৈরাচারী সরকারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। অন্যথায় জুলাই সনদের জনআকাঙ্ক্ষা পূরণ হবে না।” বক্তারা একইসঙ্গে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিও পুনর্ব্যক্ত করেন।

গণমিছিলে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, নাছির আহমেদ মোল্লা, কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি হাসান আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি হাফেজ মাজারুল ইসলাম, মহানগর ছাত্রশিবির সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ সময় তারা “এই মুহূর্তে দরকার পিআর আর সংস্কার”, “পিআর পদ্ধতির নির্বাচন দিতে হবে দিয়ে দাও”, “জামায়াত-শিবির জনতা, গড়ে তোলো একতা” এমন বিভিন্ন স্লোগান দেন।

সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতনের বিচার ও দুর্নীতির অবসান ঘটাতে হবে।” তিনি নগরবাসীকে ন্যায়ের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।