০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে -সফিকুর রহমান বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ শফিকুর রহমান কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ বুড়িচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

কুমিল্লায় শিয়ালের কামড়ে শিশুসহ সাতজন আহত

  • তারিখ : ১১:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • 145

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মুরাদনগরে এক শিয়ালের কামড়ে শিশুসহ সাতজন আহত হয়েছেন। এসময় এলাকাবাসী একত্রিত হয়ে শিয়ালটিকে হত্যা করে।

গতকাল শনিবার (১১ অক্টোবর) রাতে উপজেলায় যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া দড়িপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদের সবাইকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক এই তথ্যটি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন মোচাগড়া গ্রামের জুবায়ের (৯), মোবারক (১৯), মাইনুদ্দিন (৩৮), আরিফ (২৩), আবু সাঈদ (২০), রিফাত (১৭) ও চান মিয়া (৬৪)।

স্থানীয়রা জানান, শনিবার মাগরিব নামাজের পর মসজিদ থেকে বের হওয়া মুসল্লিদের ওপর হঠাৎ শিয়ালটি হামলা চালায়। প্রথমে একজনকে কামড় দেয়, এরপর আরেকজনের পায়ে কামড় দিয়ে পালানোর সময় পথে থাকা অন্য ব্যক্তিকেও কামড় দেয়।

স্থানীয়রা শিয়ালের আচরণ অস্বাভাবিক ও পাগলাটে ধরনের হিসেবে বর্ণনা করেছেন। পরে রাতেই এলাকাবাসী একত্রিত হয়ে শিয়ালটিকে হত্যা করে।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। কারো অবস্থা গুরুতর নয়। পরবর্তী ভ্যাকসিন সময়মতো নেওয়ার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় শিয়ালের কামড়ে শিশুসহ সাতজন আহত

তারিখ : ১১:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মুরাদনগরে এক শিয়ালের কামড়ে শিশুসহ সাতজন আহত হয়েছেন। এসময় এলাকাবাসী একত্রিত হয়ে শিয়ালটিকে হত্যা করে।

গতকাল শনিবার (১১ অক্টোবর) রাতে উপজেলায় যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া দড়িপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদের সবাইকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক এই তথ্যটি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন মোচাগড়া গ্রামের জুবায়ের (৯), মোবারক (১৯), মাইনুদ্দিন (৩৮), আরিফ (২৩), আবু সাঈদ (২০), রিফাত (১৭) ও চান মিয়া (৬৪)।

স্থানীয়রা জানান, শনিবার মাগরিব নামাজের পর মসজিদ থেকে বের হওয়া মুসল্লিদের ওপর হঠাৎ শিয়ালটি হামলা চালায়। প্রথমে একজনকে কামড় দেয়, এরপর আরেকজনের পায়ে কামড় দিয়ে পালানোর সময় পথে থাকা অন্য ব্যক্তিকেও কামড় দেয়।

স্থানীয়রা শিয়ালের আচরণ অস্বাভাবিক ও পাগলাটে ধরনের হিসেবে বর্ণনা করেছেন। পরে রাতেই এলাকাবাসী একত্রিত হয়ে শিয়ালটিকে হত্যা করে।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। কারো অবস্থা গুরুতর নয়। পরবর্তী ভ্যাকসিন সময়মতো নেওয়ার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে।