১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ শফিকুর রহমান কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ বুড়িচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত স্বপ্নের বুড়িচংয়ের নেতৃত্বে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস কুবি আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এমসিজে ও সিএসই বিভাগ কুমিল্লায় চালু হলো দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো, সরবরাহ ৪ জেলায় মুরাদনগরে পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪ কুবি ভর্তি পরীক্ষায় আবেদন ছাড়িয়েছে ৮০ হাজার, সময় শেষ ৩১ ডিসেম্বর সৌদি আরব পূর্বাঞ্চলের কেন্দ্রীয় যুবদল নেতা ইয়াকুব চৌধুরীকে চৌদ্দগ্রামে সংবর্ধনা কুমিল্লার প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ধাওয়ায় পুকুরে লাফিয়ে পড়ে প্রেমিকের মৃত্যু

বুড়িচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

  • তারিখ : ১০:২৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • 27

মোঃ মহিউদ্দিন।।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অর্গানাইজার শাহরিয়ার তাহমিদ, প্রবাস বন্ধু ফোরামের সদস্য আমির হামজা, প্রবাস ফেরত ক্ষতিগ্রস্ত তারেকুজ্জামান, মোঃ আইমানসহ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা গেলে প্রবাসে কর্মরত বাংলাদেশিরা আরও সুরক্ষিতভাবে কাজ করতে পারবেন। একই সঙ্গে প্রবাস ফেরত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদার করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে বিদেশে গিয়ে অনেক মানুষ প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি ও সঠিক তথ্য প্রদান অত্যন্ত জরুরি। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অভিবাসীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাস ফেরত ক্ষতিগ্রস্তরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং নিরাপদ অভিবাসন বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

error: Content is protected !!

বুড়িচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

তারিখ : ১০:২৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

মোঃ মহিউদ্দিন।।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অর্গানাইজার শাহরিয়ার তাহমিদ, প্রবাস বন্ধু ফোরামের সদস্য আমির হামজা, প্রবাস ফেরত ক্ষতিগ্রস্ত তারেকুজ্জামান, মোঃ আইমানসহ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা গেলে প্রবাসে কর্মরত বাংলাদেশিরা আরও সুরক্ষিতভাবে কাজ করতে পারবেন। একই সঙ্গে প্রবাস ফেরত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদার করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে বিদেশে গিয়ে অনেক মানুষ প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি ও সঠিক তথ্য প্রদান অত্যন্ত জরুরি। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অভিবাসীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাস ফেরত ক্ষতিগ্রস্তরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং নিরাপদ অভিবাসন বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।