মোঃ মহিউদ্দিন।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় স্বপ্নের বুড়িচং সংগঠনের উদ্যোগে পরিত্যক্ত অবস্থায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে উদ্ধারকৃত গাঁজাগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে বুড়িচং উপজেলার জগৎপুর হাজী মার্কেটের পাশ থেকে ২ কেজি করে মোট ১২ প্যাকেট গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজাগুলো দুটি বস্তার ভেতরে রাখা ছিল।
স্বপ্নের বুড়িচংয়ের প্রতিষ্ঠাতা মোঃ সাব্বির–এর নেতৃত্বে সংগঠনের সদস্য মনির হোসেন, এরশাদ, বাবু, কামরুল, আসিফ, আরমান, মুন্না, আরিফ, রিফাত ও নাঈমসহ স্থানীয় যুবসমাজ যৌথভাবে অভিযান চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করেন।
পরবর্তীতে বিকাল ৪টায় জগৎপুর হাজী মার্কেট সংলগ্ন একটি বাগানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন–এর উপস্থিতিতে গাঁজাগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, স্বপ্নের বুড়িচংয়ের প্রতিষ্ঠাতা মোঃ সাব্বিরসহ এলাকার শতাধিক সাধারণ মানুষ।
এ সময় বক্তারা মাদকবিরোধী কার্যক্রমে সামাজিক সংগঠন ও যুবসমাজের ভূমিকার প্রশংসা করেন এবং মাদকমুক্ত বুড়িচং গড়তে সবাইকে সচেতনভাবে এগিয়ে আসার আহ্বান জানান।











