স্টাফ রিপোর্টার।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় শিপন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিপন ওই উপজেলার মহরম গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশার একজন রিকশাভ্যান চালক ছিলেন।
নিহতের মামা কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকামুখী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শিপনের।
হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু নিহতের মরদেহ বা গাড়ি কিছুই পাওয়া যায়নি। নিহতের বাড়ি কাছাকাছি থাকায় স্বজনরা মরদেহটি নিয়ে যায়।











