স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলার বুড়িচং থানার খাড়াতাইয়া গ্রামের শিক্ষার্থী আবু বকর ভূঁঞা রাকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে অনার্স পরীক্ষায় ফার্স্ট ক্লাস থার্ড স্থান অর্জন করেছেন। তাঁর অনার্সের মোট ফলাফল সিজিপিএ ৩.৮১, যা তাঁর পরিবার ও এলাকায় আনন্দের বার্তা বয়ে এনেছে।
রাকিব মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান ভূঁঞার ছেলে। তাঁর বাবা একজন আরবি সহকারী অধ্যাপক। রাকিব জানান, তাঁর শিক্ষাজীবনে বাবার অনুপ্রেরণা ও সহযোগিতা ছিল সবচেয়ে বড় ভূমিকা। ব্যস্ততার মাঝেও বাবা নিয়মিত পড়াশোনায় সহায়তা করেছেন।
তিনি বলেন, “যেকোনো বিষয়ে প্রশ্ন করলে বাবা সবসময় সময় বের করে বুঝিয়ে দিতেন। বাবা-মায়ের দোয়া, পরিবারের সহযোগিতা ও শিক্ষকদের স্নেহ—এসবই আমাকে এই অবস্থানে এনেছে। আলহামদুলিল্লাহ।”
চার বছরের অনার্স কোর্সকে তিনি কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ বলে উল্লেখ করেন। আট সেমিস্টারের ফলাফল ধরে রাখাকে বড় অর্জন বলে মনে করেন রাকিব। তিনি আরও বলেন, “নানা উত্থান-পতন পার করে আল্লাহর রহমত, ধৈর্য ও কঠোর পরিশ্রমের কারণে আজকের ফল সম্ভব হয়েছে।”
রাকিবের এ সাফল্যে পরিবার, স্বজন ও গ্রামের মানুষের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তাঁর অর্জন অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে।











