স্টাফ রিপোর্টার।।
দৈনিক আমার দেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এম হাসানকে প্রাণনাশের হুমকি দিয়েছে এক অজ্ঞাত ব্যক্তি। নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সোমবার (২৪ নভেম্বর) রাতে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে একটি অজ্ঞাত নম্বর থেকে ভয়েস মেসেজ ও ফটোকার্ড পাঠানো হয়, যেখানে শেখ হাসিনাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনের জেরে তাকে হত্যা করার হুমকি দেওয়া হয়।
ভয়েস মেসেজে অজ্ঞাত ব্যক্তি বলেন, “হাসান সাহেব, আপনি আমার দেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি—ঠিক তো? আমাকে আপনি চিনবেন না, আমার পরিচয়ও জানতে পারবেন না। এই ভয়েসটাই নির্ধারণ করবে আপনি বাঁচবেন কি না, আপনার পরিবার বাঁচবে কি না।
শেখ হাসিনাকে নিয়ে আপনি যে রিপোর্ট করছেন—আপনার পত্রিকা থাকবে, কিন্তু আপনি থাকবেন না।” তিনি আরও বলেন, “আপনাকে ‘লকেট’ করা হয়েছে—আপনার পরিবারসহ।
আবার মিথ্যা প্রোপাগান্ডা চালালে আপনাকে যেকোনো সময় সরিয়ে দিতে পারি। জমায়াত–শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে অনেক বাড়াবাড়ি করেছেন। সাংবাদিকতা করুন, সমস্যা নেই; তবে সত্য তুলে ধরবেন। জয় বাংলা।
” হুমকিদাতা দাবি করে ‘টিম–৩’ নামে একটি দলকে এম হাসানকে “আড়ালে নেওয়ার” দায়িত্ব দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে এম হাসান বলেন, তিনি দীর্ঘদিন ধরে নির্ভীকভাবে সংবাদ পরিবেশন করে আসছেন এবং শেখ হাসিনাকে নিয়ে প্রকাশিত সত্যনিষ্ঠ প্রতিবেদনের কারণে তাকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। তাই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন।
কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুক বলেন, এম হাসান সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন, অথচ তাকে একটি মহল প্রাণনাশের হুমকি দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পুলিশ দ্রুত তদন্ত করে হুমকিদাতাদের গ্রেপ্তার করবে।
এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. নাজির আহমদ খান বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা এবং দায়িত্ব পালনের সময় সাংবাদিক ও পুলিশ উভয়েই বিভিন্নভাবে হুমকির মুখে পড়ে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।











