০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি শিক্ষক সিন্ডিকেটের অপতৎপরতায় ফের অস্থিরতায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির শিক্ষক–শিক্ষার্থী বিনিময় চুক্তি, নেই টিউশন ফি বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ

কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি

  • তারিখ : ০৫:২৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • 39

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) বিজ্ঞান অনুষদের আয়োজনে আগামী ৯ ও ১০ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস-২০২৬’। গবেষকদের অনুরোধের প্রেক্ষিতে অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বাড়িয়ে ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারণ করেছে আয়োজক কমিটি।

সোমবার (৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বাড়ানোর কথাটি উল্লেখ্য করা হয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ফুল পেপার জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর এবং নিবন্ধনের শেষ সময় ১৫ ডিসেম্বর।

জানা যায়‚ অ্যাবস্ট্রাক্ট পাঠাতে হবে ‘icmrs2026@cou.ac.bd’ ঠিকানায় এবং নিবন্ধনের জন্য ব্যবহার করতে হবে নির্ধারিত রেজিস্ট্রেশন লিংক। আরও বলা হয় যে সম্মেলনের পোস্টার, ফ্লায়ারসহ সব বিস্তারিত তথ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে।

এ ছাড়াও‚ স্থানীয় প্রতিনিধির নিবন্ধন ফি ২২০০ টাকা (আর্লি বার্ড ২০০০), অতিথি ও শিক্ষার্থী ক্যাটাগরির জন্য ১২০০ টাকা (আর্লি বার্ড ১০০০)। বিদেশি প্রতিনিধিদের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ মার্কিন ডলার (আর্লি বার্ড ৭৫ ডলার) এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০ ডলার (আর্লি বার্ড ২৫ ডলার)।

এ ছাড়াও‚ বিজ্ঞপ্তিতে বলা হয়‚ আন্তর্জাতিক মান বজায় রাখতে সম্মেলন কমিটিতে যুক্ত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গবেষক ও বিজ্ঞানীদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভারত ও সৌদি আরবের বিজ্ঞানীরাও।

প্রসঙ্গত‚ সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী। পৃষ্ঠপোষক হিসেবে আছেন উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। কনভেনারের দায়িত্বে রয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ, আর কনফারেন্স সেক্রেটারির দায়িত্বে আছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব।

error: Content is protected !!

কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি

তারিখ : ০৫:২৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) বিজ্ঞান অনুষদের আয়োজনে আগামী ৯ ও ১০ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস-২০২৬’। গবেষকদের অনুরোধের প্রেক্ষিতে অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বাড়িয়ে ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারণ করেছে আয়োজক কমিটি।

সোমবার (৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বাড়ানোর কথাটি উল্লেখ্য করা হয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ফুল পেপার জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর এবং নিবন্ধনের শেষ সময় ১৫ ডিসেম্বর।

জানা যায়‚ অ্যাবস্ট্রাক্ট পাঠাতে হবে ‘icmrs2026@cou.ac.bd’ ঠিকানায় এবং নিবন্ধনের জন্য ব্যবহার করতে হবে নির্ধারিত রেজিস্ট্রেশন লিংক। আরও বলা হয় যে সম্মেলনের পোস্টার, ফ্লায়ারসহ সব বিস্তারিত তথ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে।

এ ছাড়াও‚ স্থানীয় প্রতিনিধির নিবন্ধন ফি ২২০০ টাকা (আর্লি বার্ড ২০০০), অতিথি ও শিক্ষার্থী ক্যাটাগরির জন্য ১২০০ টাকা (আর্লি বার্ড ১০০০)। বিদেশি প্রতিনিধিদের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ মার্কিন ডলার (আর্লি বার্ড ৭৫ ডলার) এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০ ডলার (আর্লি বার্ড ২৫ ডলার)।

এ ছাড়াও‚ বিজ্ঞপ্তিতে বলা হয়‚ আন্তর্জাতিক মান বজায় রাখতে সম্মেলন কমিটিতে যুক্ত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গবেষক ও বিজ্ঞানীদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভারত ও সৌদি আরবের বিজ্ঞানীরাও।

প্রসঙ্গত‚ সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী। পৃষ্ঠপোষক হিসেবে আছেন উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। কনভেনারের দায়িত্বে রয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ, আর কনফারেন্স সেক্রেটারির দায়িত্বে আছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব।