১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাশাপাশি দাফন করা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেয়ে ও তার মাকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফকির বাজার আনন্দ আইডিয়া ইসলামিক স্কুলে মিলাদ ও পুরস্কার বিতরণ কুমিল্লার দেবিদ্বারে মাদক কেলেঙ্কারিতে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার মা হত্যায় ক্লাস স্থগিত ঘোষণা কুমিল্লায় মা-মেয়ে খুন, সিসিটিভি ফুটেজে রহস্যজনক ব্যক্তির প্রবেশ-প্রস্থান ব্রাহ্মণপাড়ায় বিশুদ্ধ পানির নামে অস্বাস্থ্যকর পানি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের হত্যাকাণ্ড: র‌্যাবের হাতে একজন আটক কুবি শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লা একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের লাশ উদ্ধার দাউদকান্দি উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য পদ নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

কোনো বাধাই আধুনিক টাউন হল নির্মাণ ঠেকাতে পারবে না -এমপি বাহার

  • তারিখ : ০৭:২৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
  • 314

মোঃ জহিরুল হক বাবু।। কুমিল্লাকে বিভাগ করার প্রসঙ্গে কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেছেন, আমি যখন বিভাগ নিয়ে আন্দোলন করেছি তখন বিভাগ চলে গেছে সিলেটে, চলে গেছে রংপুর এবং ময়মনসিংহে। এখন কুমিল্লা বিভাগ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে।

ময়নাতি-আয়নামতি নামে বিভাগ ঘোষণা চলবে না। কুমিল্লা নামে বিভাগ ঘোষণা না হলে সবকিছু বন্ধ করে দেয়া হবে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার বীরচন্দ্রনগর (টাউনহল) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এমপি বাহার আরো বলেন, কিছু কুচক্রী লোক দেশের বুদ্ধিজীবীদের ভুল বুঝিয়ে কুমিল্লায় আধুনিক টাউন হল নির্মাণে বাধা দিচ্ছে। ১৯৩৩ সালের জরাজীর্ণ বীরচন্দ্র নগর মিলনায়তন ও পাঠাগার (টাউন হল) ২০৪১-এর উন্নত দেশের রূপকল্পে চলবে না। তাই কোনো বাধাই আধুনিক টাউন হল নির্মাণ ঠেকাতে পারবে না।

গত বিশ বছরে কুমিল্লা মর্ডাণ স্কুলের ৩০ থেকে ৪০ কোটি টাকা আত্মসাৎ করেছে আফজল খান পরিবার। এর প্রমান আমার কাছে আছে। যদি আমি তা প্রমান করতে না পারি জনসভা আয়োজন করে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবো।

সাংসদ বাহার আরো বলেন, কুমিল্লা মর্ডাণ স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন আফজল খানের স্ত্রী। আফজল খান শিক্ষকদের ৯ মাস বেতন দেয় নি আফজল খান ও তার স্ত্রী। পরে আমি নিজে শিক্ষকদের অভিযোগ শুনে শিক্ষামন্ত্রী নাহিদের সাথে যোগাযোগ করি। শিক্ষা অফিসের ডিজি আফজল খানের স্ত্রী নার্গিস আফজল খানকে বহিস্কার করে।

মতবিনিময় সভায় বিভাগ হওয়ার জন্য কুমিল্লার দুইজন মন্ত্রী ও বাকী এমপিদের নিয়ে বসলে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন সহজ হবে সাংবাদিকদের এমন প্রশ্নের সাংসদ বাহার বলেন, আপনি লোটাস কামালকে জিজ্ঞেস করেন তার বাড়ী কোথায় তিনি বলবেন লালমাই, আবদুল মতিন খসরুকে বলেন তার বাড়ী কোথায় তিনি বলবেন বুড়িচং। আমাকে জিজ্ঞেস করেন আমার বাড়ী কোথায় আমি বলবো কুমিল্লা। আমি কুমিল্লাকে বুকে ধারণ করি।

লোটাস কামাল মর্ডাণ স্কুলের ফাইল স্বাক্ষর না অন্য জেলার তিনটা ফাইল স্বাক্ষর করেন। বিভাগের বিষয়ে লোটাস কামাল বলেন বিভাগ হবে। তবে ময়নামতি নামে হবে।

কুমিল্লা রেলওয়ে ওভারপাস নির্মাণের সময় আবদুল মতিন খসরুকে বলেছিলো এটার দরকার নেই। তাই তাদের দুজনের সাথে আমার মনের মিল নেই।

তবে এ মুহূর্তে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সাথে আমার মনের মিল আছে। করোনাকালে সে ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছি। আপনারা কুমিল্লাবাসী আমার পাশে থাকলে বিভাগ অবশ্যই হবে। কুমিল্লা নামেই বিভাগ হবে।

error: Content is protected !!

কোনো বাধাই আধুনিক টাউন হল নির্মাণ ঠেকাতে পারবে না -এমপি বাহার

তারিখ : ০৭:২৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০

মোঃ জহিরুল হক বাবু।। কুমিল্লাকে বিভাগ করার প্রসঙ্গে কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেছেন, আমি যখন বিভাগ নিয়ে আন্দোলন করেছি তখন বিভাগ চলে গেছে সিলেটে, চলে গেছে রংপুর এবং ময়মনসিংহে। এখন কুমিল্লা বিভাগ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে।

ময়নাতি-আয়নামতি নামে বিভাগ ঘোষণা চলবে না। কুমিল্লা নামে বিভাগ ঘোষণা না হলে সবকিছু বন্ধ করে দেয়া হবে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার বীরচন্দ্রনগর (টাউনহল) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এমপি বাহার আরো বলেন, কিছু কুচক্রী লোক দেশের বুদ্ধিজীবীদের ভুল বুঝিয়ে কুমিল্লায় আধুনিক টাউন হল নির্মাণে বাধা দিচ্ছে। ১৯৩৩ সালের জরাজীর্ণ বীরচন্দ্র নগর মিলনায়তন ও পাঠাগার (টাউন হল) ২০৪১-এর উন্নত দেশের রূপকল্পে চলবে না। তাই কোনো বাধাই আধুনিক টাউন হল নির্মাণ ঠেকাতে পারবে না।

গত বিশ বছরে কুমিল্লা মর্ডাণ স্কুলের ৩০ থেকে ৪০ কোটি টাকা আত্মসাৎ করেছে আফজল খান পরিবার। এর প্রমান আমার কাছে আছে। যদি আমি তা প্রমান করতে না পারি জনসভা আয়োজন করে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবো।

সাংসদ বাহার আরো বলেন, কুমিল্লা মর্ডাণ স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন আফজল খানের স্ত্রী। আফজল খান শিক্ষকদের ৯ মাস বেতন দেয় নি আফজল খান ও তার স্ত্রী। পরে আমি নিজে শিক্ষকদের অভিযোগ শুনে শিক্ষামন্ত্রী নাহিদের সাথে যোগাযোগ করি। শিক্ষা অফিসের ডিজি আফজল খানের স্ত্রী নার্গিস আফজল খানকে বহিস্কার করে।

মতবিনিময় সভায় বিভাগ হওয়ার জন্য কুমিল্লার দুইজন মন্ত্রী ও বাকী এমপিদের নিয়ে বসলে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন সহজ হবে সাংবাদিকদের এমন প্রশ্নের সাংসদ বাহার বলেন, আপনি লোটাস কামালকে জিজ্ঞেস করেন তার বাড়ী কোথায় তিনি বলবেন লালমাই, আবদুল মতিন খসরুকে বলেন তার বাড়ী কোথায় তিনি বলবেন বুড়িচং। আমাকে জিজ্ঞেস করেন আমার বাড়ী কোথায় আমি বলবো কুমিল্লা। আমি কুমিল্লাকে বুকে ধারণ করি।

লোটাস কামাল মর্ডাণ স্কুলের ফাইল স্বাক্ষর না অন্য জেলার তিনটা ফাইল স্বাক্ষর করেন। বিভাগের বিষয়ে লোটাস কামাল বলেন বিভাগ হবে। তবে ময়নামতি নামে হবে।

কুমিল্লা রেলওয়ে ওভারপাস নির্মাণের সময় আবদুল মতিন খসরুকে বলেছিলো এটার দরকার নেই। তাই তাদের দুজনের সাথে আমার মনের মিল নেই।

তবে এ মুহূর্তে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সাথে আমার মনের মিল আছে। করোনাকালে সে ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছি। আপনারা কুমিল্লাবাসী আমার পাশে থাকলে বিভাগ অবশ্যই হবে। কুমিল্লা নামেই বিভাগ হবে।