চৌদ্দগ্রামে বেগম রোকেয়া দিবসে ৫ নারী জয়িতাকে সংর্বধনা

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জয়িতাদের সংর্বধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্তীর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব মো: ফয়সাল বিন করিম, সহকারী কমিশনার (ভূমি) মো: আল আমিন সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মো: তৈয়ব হোসেন, উপজেলা সমবায় অফিসার মিয়া মো: শাহিনুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মো: মোশাররফ হোসেন, সহকারী নারী প্রশিক্ষক সৈয়দা তাইফা সহ আরো অনেকে।

এবারে উপজেলার শ্রেষ্ঠ জয়িতা নারী হিসেবে নির্বাচিত হয়েছেন ৬নং ঘোলপাশা ইউনিয়নের ঘোরাঘোরা গ্রামের সফল নারী কুলসুম আকতার, নারী নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে শ্রেষ্ঠ জয়িতা পৌরসভার পাঁচরা গ্রামের শাহানা আকতার, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য রাখায় বাতিসা বসন্তপুর গ্রামের তাহমিনা আকতার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর গ্রামের রেহানা আকতার ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় যুগিরখিল গ্রামের তাসলিমা আকতারকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরুষ্কার প্রদান করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page