সোনিয়া আফরিন।। কুমিল্লার “তিতাস প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে দুপুর এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সার্বিক বিষয়ে ক্লাবের সদস্যবৃন্দ খোলামেলা আলোচনা করেন। তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. কবির হোসেনের সভাপতিত্ব করেন। ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক হালিম সৈকতের সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ক্লাবের সাধারণ সম্পাদক মো. আসলাম।
এসময় আরও আলোচনা করেন, সহ-সভাপতি এমএ কাশেম ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ আহমেদ সুমন, সাংগঠনিক সম্পাদক মো. সজিব হোসেন সাদ্দাম ও কোষাধ্যক্ষ মো. জুয়েল রানা ও সাংবাদিক মো. রাসেল মুন্সি প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. আলমগীর সরকার, সাংবাদিক এমরান হোসেন লিটন ও সাংবাদিক মোঃ মাহবুবুর রহমান শ্যামল প্রমুখ।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ ক্লাবের সাংগঠনিক কাঠামোকে আরো সুদৃঢ় করে এলাকার জনগনের স্বার্থসংশ্লীষ্ট সংবাদ পরিবেশনের উপর গুরুত্বারোপ করেন।
এসময় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জসিম উদ্দিন মোল্লাসহ আরো ১০জন সাংবাদিক ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় আজকের সভায় উপস্থিত হতে পারেননি। তবে তারা ফোনে সম্মতি জানিয়েছেন এবং সভার সকল সিদ্ধান্তের সাথে একমত পোষন করেছেন।