কুমিল্লা সদরে ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধক সহ বিভিন্ন সুরক্ষা ব্যবস্থাপনা ও এলজিএসপি-৩ এর আওতায় স্কীম গ্রহণ ও বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুুষ্ঠিত হয়। গতকাল সোমবার দিনব্যাপী এ প্রশিক্ষণে উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান। এছাড়া আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, জেলা পেসিলেটর এসএম শাহারিয়ার রহমান, রিপন আচার্য্য প্রশিক্ষণ কর্মসূচিতে জুমে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এ প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি মেম্বার, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,ওয়ার্ড সুপারভিশন কমিটির সভাপতি, গ্রাম পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা বলেন, জনগনের অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে কার্যকর ক্ষমতা বিকেন্দ্রীকরণে সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ হলো এলজিএসপি। এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হচ্ছে স্থানীয় পর্যায়ে উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা,জনগণের দ্বারা উন্নয়ন চাহিদা নিরূপণ করা ও আর্থিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী করা। বর্তমানে দেশের সকল ইউনিয়ন পরিষদকে এলজিএসপি এর কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এ প্রকল্পের বরাদ্দের অর্থ সরাসরি ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে বরাদ্দ দেয়া হচ্ছে, যা দিয়ে তৃণমূল পর্যায়ে জনগণের চাহিদা অনুযায়ী ব্যাপক অবকাঠামো উন্নয়ন হচ্ছে।
বক্তারা আরও বলেন, বর্তমানে করোনা সংক্রমণ এর হার নিম্মমূখি। এ ধারা অব্যাহত রাখতে এলজিএসপি-৩ এর আওতায় স্কীম গ্রহণ ও বাস্তবায়নে করোনা ভাইরাস প্রতিরোধক সহ বিভিন্ন সুরক্ষা ব্যবস্থাপনা ও বাস্তবায়নে অধিক গুরুত্ব দিতে হবে।

১ নং কালিরবাজার ইউনিয়ন পরিষদের প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. সেকান্দর আলী। এসময় ধনুয়াখলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। কর্মসূচি সমন্বয় করেন ইউপি সচিব মো. আবুল কাশেম।

২ নং দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাবেল সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। কর্মসূচি সমন্বয় করেন ইউপি সচিব মো. সিফাত উল্লাহ।

এছাড়া দূর্গাপুর দক্ষিন, আমড়াতলী, জগন্নাথপুর ও পাঁচথুবী ইউনিয়ন পরিষদে প্রশিক্ষন কর্মসূচি সফলভাবে সমাপ্ত হয়েছে বলে জানা গেছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page