
কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লায় অজ্ঞাত গাড়ির চাপায় রাশেদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে কুমিল্লা-আলেখারচর সড়কের আদর্স সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ কুমিল্লার বরুড়া পৌরসভা এলাকার বেলভুজ গ্রামের আবুল হাশেমের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কোতয়ালী মডেল থানার এসআই তানজির হোসেন বলেন, স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি ওই যুবক ব্যক্তিগত কাজে বাড়ি থেকে কুমিল্লা শহরে যাচ্ছিল। পথিমধ্যে অজ্ঞাত কোন গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে। আমরা চাপা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা করছি।
তিনি বলেন, ঘটনাস্থলে অনেকে বলছেন তাকে একটি বাস চাপা দিয়েছে। তবে সেটা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।











