০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে -সফিকুর রহমান বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ শফিকুর রহমান কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ বুড়িচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

অনিবার্য কারণে কুবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত

  • তারিখ : ১২:২৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • 76

কুবি প্রতিনিধি।।
অনিবার্য কারণবশত পিছিয়ে গেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫’। আগামী ৭ মে থেকে প্রতিযোগিতা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টিপাত ও আসন্ন ঈদুল আজহার দীর্ঘ ছুটির কারণে টুর্নামেন্টটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) কুবির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শারীরিক শিক্ষা কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত টুর্নামেন্টের ফিকশ্চার ও বাইলজ ইতোমধ্যে সংশ্লিষ্টদের মধ্যে বিতরণ করা হয়েছে। তবে অনিবার্য কারণবশত খেলার কার্যক্রম ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটির পর পুনরায় নির্ধারিত ফিকশ্চার অনুযায়ী শুরু হবে। খেলার তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, “মূলত টুর্নামেন্ট স্থগিত হয়নি, বরং বর্ষার কারণে কেবল সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আমরা চাচ্ছিলাম খেলা যেন একটানা সম্পন্ন করা যায়। কিন্তু এই সময়ে খেলা পরিচালনা করলে বৃষ্টির কারণে কোনো ম্যাচ পরিত্যক্ত হলে তা পরবর্তীতে পুনরায় আয়োজন করা সম্ভব হবে না, কারণ তখন ঈদুল আজহার ছুটি চলবে।”

তিনি আরও বলেন, “আমরা ঈদের ছুটির মধ্যেই মাঠ প্রস্তুত করব এবং ছুটি শেষে টুর্নামেন্ট পুনরায় শুরু করব।”

উল্লেখ্য, আগামী ৭ মে থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল।

error: Content is protected !!

অনিবার্য কারণে কুবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত

তারিখ : ১২:২৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

কুবি প্রতিনিধি।।
অনিবার্য কারণবশত পিছিয়ে গেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫’। আগামী ৭ মে থেকে প্রতিযোগিতা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টিপাত ও আসন্ন ঈদুল আজহার দীর্ঘ ছুটির কারণে টুর্নামেন্টটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) কুবির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শারীরিক শিক্ষা কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত টুর্নামেন্টের ফিকশ্চার ও বাইলজ ইতোমধ্যে সংশ্লিষ্টদের মধ্যে বিতরণ করা হয়েছে। তবে অনিবার্য কারণবশত খেলার কার্যক্রম ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটির পর পুনরায় নির্ধারিত ফিকশ্চার অনুযায়ী শুরু হবে। খেলার তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, “মূলত টুর্নামেন্ট স্থগিত হয়নি, বরং বর্ষার কারণে কেবল সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আমরা চাচ্ছিলাম খেলা যেন একটানা সম্পন্ন করা যায়। কিন্তু এই সময়ে খেলা পরিচালনা করলে বৃষ্টির কারণে কোনো ম্যাচ পরিত্যক্ত হলে তা পরবর্তীতে পুনরায় আয়োজন করা সম্ভব হবে না, কারণ তখন ঈদুল আজহার ছুটি চলবে।”

তিনি আরও বলেন, “আমরা ঈদের ছুটির মধ্যেই মাঠ প্রস্তুত করব এবং ছুটি শেষে টুর্নামেন্ট পুনরায় শুরু করব।”

উল্লেখ্য, আগামী ৭ মে থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল।