আদর্শ সদরে শতাধিক মামলায় লক্ষাধিক টাকা জরিমানা

মাহফুজ নান্টু।।
কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রশাসন। অভিযান শুধু সদরেই নয় গ্রামে হাট বাজারেও অভিযান পরিচালনা করা হচ্ছে। অনিয়মকারীদের মামলা দিয়ে জরিমানা আদায় করা হচ্ছে।

লকডাউনের গত ৩ দিনে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ১০৩ টি মামলায় ১ লাখ ১৪ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, লকডাউন অমাণ্য করে সেলুন খোলা রাখা , মাদ্রাসায় শিক্ষার্থীদের লেখাপড়া ও সড়কে বাস চালানোসহ আরো অন্যান্য বেশ কিছু অপরাধ করার অভিযোগে জরিমানা আদায় করা হয়।

আদর্শ সদর উপজলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন জানান, লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসক স্যারের নির্দেশ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করছি। লকডাউন আমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করছি।

পাশাপাশি লকডাউনে যেসব পরিবার খাবার সমস্যায় আছে তাদেরকে খাদ্য সহয়তা দিচ্ছি। গত তিনদিনে অন্তত ১৮ পরিবারের মাঝে খাবার সরবরাহ করেছি।

করোনা সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যহত থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page