০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কুমিল্লা নগরীর কাঁটাবিলে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার উন্নয়ন ও প্রতিশ্রুতি নিয়ে সদর আসনের প্রার্থী রিয়াদের সংবাদ সম্মেলন কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ভেজাল জুস ও যৌন উত্তেজক পণ্য কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লা লাকসাম (মুদাফ্ফরগঞ্জ) ইসলামী ফ্রন্টের সাংগঠনিক উপজেলা কমিটি গঠিত কুমিল্লায় জুলাই মাসে ১১টি হত্যা, ধর্ষণের মামলার ৮টি কুমিল্লায় ৩৩ বছরের ইমামত শেষে রাজকীয় বিদায়; কাঁদলেন এলাকাবাসী সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন

করোনা মোকাবেলায় বাংগরাবাজার থানা পুলিশের মাস্ক বিতরণ

  • তারিখ : ১২:২৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
  • 139

ম. শাহনূর আলম খাঁন, মুরাদনগর।।
‘মাস্ক পড়ার অভ্যেস,করোনামুক্ত বাংলাদেশ ‘ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে কুমিল্লা জেলা পুলিশের নির্দেশে বাংগরাবাজার থানা পুলিশ ‘ মাস্ক বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধি’ কর্মসূচির শুভসূচনা করেছে।

২১ মার্চ রবিবার সকাল ১১.০০টায় রূপবাবু বাজারের অগ্রণী ব্যাংক শাখা চত্বরে মঞ্চ স্থাপন করে এ কর্মসূচি পালন করা হয়। কুমিল্লা জেলার সবগুলো থানা সকাল ১১টায় একযোগে এ কর্মসূচি পালন করে।

কর্মসূচির মধ্যে ছিল মাস্ক বিতরণ, সচেতনতামূলক বাণী প্রচার ও র‌্যালী। এর মাধ্যমে মাস্কবিহীন পথচারী, অটোচালক, সিএনজিচালক, ব্যবসায়ীদের মাস্ক পরিয়ে দেওয়া হয়।

কর্মসূচি সম্পর্কে বাংগরা বাজার থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার বলেন,’বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। প্রথম থেকেই আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে জনগনের পাশে আছি। নবোদ্যমে আবারও তা শুরু করেছি। করোনা মোকাবেলায় মাস্ক পরিধানের বিকল্প নেই। তাই আমরা জনগণের মূখে মাস্ক পরিয়ে সচেতন করার চেষ্টা করছি।

তিনি আরো জানান, এ কর্মসূচি চলমান থাকবে। তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আমরা মাঠে আছি। এগুলো হলো-মাস্ক পরা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া ও বাহিরে গেলে নিরাপদ দূরত্ব (৩ ফুট) বজায় রাখা। এ সকল বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে আমরা বাংগরাবাজার থানার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে সচেতনতামূলক অভিযানও চালিয়েছি।’

পরে, একটি র ্যালি বের করা হয় ও সচেতনতামূলক বাণীখচিত ব্যানার,ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করা হয়। বাংগরাবাজার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অমর চন্দ্র দাসসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে,বর্তমানে বাংলাদেশসহ সারাবিশ্ব করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের মুখোমুখি। সরকারি ও বেসরকারি সেবা চলমান আছে। টিকাও চলে এসেছে। বিনামূল্যে দেওয়া হচ্ছে এই টিকা। কিন্তু, তাতেও থামছেনা করোনা সংক্রমনের হার।দিন দিন বেড়েই চলেছে মৃত্যুহারও। এর থেকে পরিত্রাণের বড় উপায় হচ্ছে জনসচেতনতা। অথচ, জনগণের মাঝে এই জনসচেতনতার অভাবই বেশি পরিলক্ষিত হচ্ছে।স্বাস্থ্যবিধি মানতে তাঁরা খুবই অনীহা দেখাচ্ছে।রাস্তা-ঘাট,হাটবাজার, যানবাহন প্রভৃতিতে এমন অবস্থাই দৃশ্যমান হচ্ছে যা পরবর্তীতে আরো মারাত্মক পরিস্থিতিতে পরার কারণ হতে পারে।

করোনা মোকাবেলায় বাংগরাবাজার থানা পুলিশের মাস্ক বিতরণ

তারিখ : ১২:২৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১

ম. শাহনূর আলম খাঁন, মুরাদনগর।।
‘মাস্ক পড়ার অভ্যেস,করোনামুক্ত বাংলাদেশ ‘ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে কুমিল্লা জেলা পুলিশের নির্দেশে বাংগরাবাজার থানা পুলিশ ‘ মাস্ক বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধি’ কর্মসূচির শুভসূচনা করেছে।

২১ মার্চ রবিবার সকাল ১১.০০টায় রূপবাবু বাজারের অগ্রণী ব্যাংক শাখা চত্বরে মঞ্চ স্থাপন করে এ কর্মসূচি পালন করা হয়। কুমিল্লা জেলার সবগুলো থানা সকাল ১১টায় একযোগে এ কর্মসূচি পালন করে।

কর্মসূচির মধ্যে ছিল মাস্ক বিতরণ, সচেতনতামূলক বাণী প্রচার ও র‌্যালী। এর মাধ্যমে মাস্কবিহীন পথচারী, অটোচালক, সিএনজিচালক, ব্যবসায়ীদের মাস্ক পরিয়ে দেওয়া হয়।

কর্মসূচি সম্পর্কে বাংগরা বাজার থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার বলেন,’বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। প্রথম থেকেই আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে জনগনের পাশে আছি। নবোদ্যমে আবারও তা শুরু করেছি। করোনা মোকাবেলায় মাস্ক পরিধানের বিকল্প নেই। তাই আমরা জনগণের মূখে মাস্ক পরিয়ে সচেতন করার চেষ্টা করছি।

তিনি আরো জানান, এ কর্মসূচি চলমান থাকবে। তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আমরা মাঠে আছি। এগুলো হলো-মাস্ক পরা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া ও বাহিরে গেলে নিরাপদ দূরত্ব (৩ ফুট) বজায় রাখা। এ সকল বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে আমরা বাংগরাবাজার থানার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে সচেতনতামূলক অভিযানও চালিয়েছি।’

পরে, একটি র ্যালি বের করা হয় ও সচেতনতামূলক বাণীখচিত ব্যানার,ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করা হয়। বাংগরাবাজার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অমর চন্দ্র দাসসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে,বর্তমানে বাংলাদেশসহ সারাবিশ্ব করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের মুখোমুখি। সরকারি ও বেসরকারি সেবা চলমান আছে। টিকাও চলে এসেছে। বিনামূল্যে দেওয়া হচ্ছে এই টিকা। কিন্তু, তাতেও থামছেনা করোনা সংক্রমনের হার।দিন দিন বেড়েই চলেছে মৃত্যুহারও। এর থেকে পরিত্রাণের বড় উপায় হচ্ছে জনসচেতনতা। অথচ, জনগণের মাঝে এই জনসচেতনতার অভাবই বেশি পরিলক্ষিত হচ্ছে।স্বাস্থ্যবিধি মানতে তাঁরা খুবই অনীহা দেখাচ্ছে।রাস্তা-ঘাট,হাটবাজার, যানবাহন প্রভৃতিতে এমন অবস্থাই দৃশ্যমান হচ্ছে যা পরবর্তীতে আরো মারাত্মক পরিস্থিতিতে পরার কারণ হতে পারে।