কুমিল্লা জেলা রেজিস্ট্রার অফিস দুর্ণীতির আখড়া !

নেকবর হোসেন।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন অভিযোগ করে বলেন, কুমিল্লা জেলা রেজিষ্ট্রি অফিস দুর্ণীতির আখড়া। এই জনগুরুত্বপূর্ণ কার্যালয়টিকে যেন দূর্ণীতিমুক্ত করতে সবাই সজাগ থাকেন। তিনি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ কথা বলেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে সভায় বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর মাদক দ্রব্য ছড়িয়ে পড়া ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

এ প্রেক্ষিতে সভায় জেলা পুলিশের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার আফজল হোসেন বলেন, অন্যান্য সময়ের তুলনায় কুমিল্লা জেলায় মাদকের বিরুদ্ধে আরো বেশি অভিযান পরিচালনা করা হচ্ছে। বিপুল পরিমান মাদক উদ্ধারের পাশাপাশি মাদক ব্যবসায়ি ও সেবনকারীদের আটক করা হচ্ছে। তিনি বলেন, যেসব মাদক কারবারি বা সেবনকারী বার বার আইনশৃঙ্খলাবাহিনীর হাতে আটক হয় তাদেরকে প্রথমবারের শাস্তির তুলনায় পরের প্রতিাবার যদি শাস্তি বাড়িয়ে দেয়া যায় তাহলে তারা কিছুটা হলেও পিছু হটবে। এব্যাপারে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন।

জেলা বন কর্মকর্তা মোহাম্মদ আলী সভার দৃষ্টি আকর্ষন করে বলেন, সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর ইকোপার্কের সড়ক ও আশেপাশের এলাকায় থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এসব মাটি ইকোপার্কের উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে- যে কারনের সেখানকার পরিবেশ নষ্ট হচ্ছে। অনেকে অভিযোগও করছে। আমরা বেশ কয়েকবার মাটি কাটা বন্ধ করার চেষ্টা করেছি, কিন্তু আবারো তা হচ্ছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম বলেন, আসন্ন রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং নিয়মিত রাখা প্রয়োজন। এব্যাপারে সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া জেলা বাজার কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page