কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট পদে নিয়োগ পেয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ তোফায়েল হোসেন মজুমদার।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার মোঃ আমিরুল হক চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মোকাদ্দেস-উল-ইসলাম এর মেয়াদ গত ৪ তারিখ পূর্ণ হওয়ায় আগামী ২ বছরের জন্য একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ তোফায়েল হোসেন মজুমদারকে নিয়োগ প্রদান করা হলো।’