
ওমর আল জুনায়েদ।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কুমিলা ভিক্টোরিয়া সরকারি কলেজে আলোচনা সভায় ও পুরষ্কার বিরতনী সভায় অনু্ষ্ঠিত হয়।
সোমরার(৭ মার্চ) সকালে ভিক্টোরিয়া কলেজের অর্নাস শাখা কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরষ্কার করেন কলেজ অধ্যক্ষ।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ডা.আবু জাফর খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মৃনাল কান্তি গোম্বানী। শিক্ষক পরিষদের সম্পাদক মো মঈন উদ্দীন।এতে সভাপতিত্বে করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মুজিব বর্ষের আহ্বায়ক প্রফেসর মোশাররফ হোসেন।এছাড়া অত্র কলেজের বিভিন্ন বিভাগের প্রধান সহ উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ।
পরে শিক্ষার্থীদের মাঝে ৭ মার্চ ভাষন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।