মোঃ জহিরুল হক বাবু।।
বিনম্র শ্রদ্ধা ভালোবাসায় যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।
মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে কুমিল্লা নগরের টাউনহল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে কুমিল্লা- ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু করেন।
এরপর সংরক্ষিত নারী সাংসদ আঞ্জুম সুলতানা সীমা, জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ সুপার আবদুল মান্নান এর নেতৃত্বে পুলিশ বাহিনী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আলম বাবুলের নেতৃত্বে মুক্তিযুদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন।
পর্যাক্রমে কুমিল্লা রিপোটার্স ইউনিটি, আওয়ামীলীগ তারঁ অঙ্গ সংগঠনের পক্ষ থেকে একই সাথে বিএনপিও তারঁ অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।