০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ কুমিল্লা স্টেডিয়াম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার আ’লীগের হামলায় আহত মহিলাদল নেত্রীকে দেখতে কুমিল্লায় সাবেক মন্ত্রী কায়কোবাদ খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে -সফিকুর রহমান বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন

কুমিল্লায় এসএসসি পরীক্ষায় ফেল করে এক কিশোরী আত্মহত্যা

  • তারিখ : ০৬:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • 176

জহিরুল হক বাবু।।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবরে কুমিল্লার বুড়িচংয়ে প্রভা নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) আড়াইটায় উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা নিজ বাড়িতে ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রভা কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফলাফল ঘোষণার পর সে জানতে পারে, সে ২ বিষয়ে ফেল করেছে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

প্রভা উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা গ্রামের কাতার প্রবাসী মোস্তফা কামালের মেয়ে।

নিহতের দাদা জাহাঙ্গীর আলম জানান, তার পিতা প্রবাসে থাকেন, পরীক্ষায় ফেল করার খবর শুনে সে আত্মহত্যা করেছে। নিহতের খবর তার বাবা প্রবাস থেকে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, “আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই জানা যাচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।”

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

error: Content is protected !!

কুমিল্লায় এসএসসি পরীক্ষায় ফেল করে এক কিশোরী আত্মহত্যা

তারিখ : ০৬:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

জহিরুল হক বাবু।।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবরে কুমিল্লার বুড়িচংয়ে প্রভা নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) আড়াইটায় উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা নিজ বাড়িতে ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রভা কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফলাফল ঘোষণার পর সে জানতে পারে, সে ২ বিষয়ে ফেল করেছে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

প্রভা উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা গ্রামের কাতার প্রবাসী মোস্তফা কামালের মেয়ে।

নিহতের দাদা জাহাঙ্গীর আলম জানান, তার পিতা প্রবাসে থাকেন, পরীক্ষায় ফেল করার খবর শুনে সে আত্মহত্যা করেছে। নিহতের খবর তার বাবা প্রবাস থেকে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, “আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই জানা যাচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।”

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”