স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নে ৬টি ওয়ার্ড বিএনপির সম্মেলনে দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১ মে) ইউনিয়নের কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও মড়হ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এদিন ৪, ৫ ও ৬নং ওয়ার্ড সম্মেলন কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সম্মেলন মড়হ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন চলাকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
আহতদের মধ্যে মামুনুর রশিদ (৪৮), মো. সেলিম (৩৭), ফজলে রাব্বি (১৮) ও হুমায়ুন কবির বাবলুকে (৪০) মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সংঘর্ষের ঘটনায় ৪, ৫, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে সম্মেলন স্থগিত করা হয়েছে। অপরদিকে ৬নং ওয়ার্ডে সভাপতি পদে আজাদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে ইয়াছিন আলী নির্বাচিত হয়েছেন।
ঘটনায় আহত বিএনপি নেতারা বলেন, উৎসমুখর পরিবেশে সম্মেলন চলাকালে ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবুল খায়েরের নেতৃত্বে হামলা চালানো হয়। আমরা আবুল খায়েরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করার দাবি জানাচ্ছি।
উপজেলা বিএনপি নেতা ও সম্মেলনের সমন্বয় টিমের সদস্য ইউসুফ ভূঁইয়া বলেন, আমাদের নেতা তারেক রহমানের সর্বত্র গণতন্ত্র ও ভোটের সংস্কৃতি পুনরুদ্ধারে দলীয় সম্মেলনের নির্দেশনা দিয়েছেন। নির্দেশ অনুযায়ী লক্ষণপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে হামলার ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আগামী দিনে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম শওকত হোসেন শিহাব, যুগ্ম-আহ্বায়ক মাসুদুল আলম বাচ্চুসহ বিএনপির নেতারা।
আরো দেখুন:You cannot copy content of this page