১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সিটি কর্পোরেশনের সব অফিস তামাকমুক্ত করা হবে- প্রশাসক শাহ আলম বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ডাঃ তাহেরের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের চৌদ্দগ্রাম উপজেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা ও মাদকসেবির কারাদণ্ড কুমিল্লায় ওয়াই-ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাস ফেরত যুবকের মৃত্যু বুড়িচংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত দেবিদ্বারে হাসপাতাল ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মালিক সমিতির মানববন্ধন বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক বেগম জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় টানা ১২ দিন কুরআন খতম ও দোয়া

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে ও অণ্ডকোষ চেপে হত্যা

  • তারিখ : ১০:৪৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • 2495

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের গোমকোট গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে জাকির হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে। পুলিশ এ ঘটনায় প্রতিবেশী রবিউল হোসেন (৫০) ও তার স্ত্রী রেহানা বেগমকে (৪৫) আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেনের মেয়ে রৌশন আরা আক্তারকে পার্শ্ববর্তী বাড়ির কামাল হোসেনের কাছে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর কামাল তার স্ত্রীকে ৩৪ দশমিক ৫ শতক জমি দান করেন। তবে এ দানপত্র মেনে নিতে পারেনি কামালের পরিবার। মঙ্গলবার রাতে ওই জমি চাষাবাদ করতে গেলে কামালের ভাই রবিউল ও তার স্ত্রী রেহানা বাধা দেন। পরে কামাল ও তার শ্বশুর জাকির এগিয়ে গেলে রবিউল, তার স্ত্রী রেহানা ও ছেলে নজরুল ইসলাম (২৫) জাকিরকে এলোপাতাড়ি মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মেয়ে রৌশন আরা আক্তার অভিযোগ করেন, তার বাবাকে লোহার টর্চলাইট দিয়ে পিটিয়ে ও অণ্ডকোষ চেপে হত্যা করা হয়েছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে ও অণ্ডকোষ চেপে হত্যা

তারিখ : ১০:৪৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের গোমকোট গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে জাকির হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে। পুলিশ এ ঘটনায় প্রতিবেশী রবিউল হোসেন (৫০) ও তার স্ত্রী রেহানা বেগমকে (৪৫) আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেনের মেয়ে রৌশন আরা আক্তারকে পার্শ্ববর্তী বাড়ির কামাল হোসেনের কাছে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর কামাল তার স্ত্রীকে ৩৪ দশমিক ৫ শতক জমি দান করেন। তবে এ দানপত্র মেনে নিতে পারেনি কামালের পরিবার। মঙ্গলবার রাতে ওই জমি চাষাবাদ করতে গেলে কামালের ভাই রবিউল ও তার স্ত্রী রেহানা বাধা দেন। পরে কামাল ও তার শ্বশুর জাকির এগিয়ে গেলে রবিউল, তার স্ত্রী রেহানা ও ছেলে নজরুল ইসলাম (২৫) জাকিরকে এলোপাতাড়ি মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মেয়ে রৌশন আরা আক্তার অভিযোগ করেন, তার বাবাকে লোহার টর্চলাইট দিয়ে পিটিয়ে ও অণ্ডকোষ চেপে হত্যা করা হয়েছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।