জহিরুল হক বাবু।।
কুমিল্লার দেবিদ্বারে উপজেলা প্রজাপতি বাজারে ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশিয় অস্ত্র, ডাকাতির সরঞ্জামাদি ও একটি পিকআপ জব্দ করেছে পুলিশ।
আটকৃতরা হলো- গ্রেপ্তারকৃতরা হলো, চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের মো.দুলাল মিয়ার ছেলে মো. শাহ আলম (৩৫), ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পোমকাড়া গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৪৫) ও চাঁদপুর সদর উপজেলার খলিসাডুলি গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে মো.খলিল শেখ (৫৭)।
দেবিদ্বার থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে মঙ্গলবার দিবাগত রাত ২.৩০ মিনিটে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নে প্রজাপতি বাজারে ডাকাতি প্রস্তুতি নিচ্ছে।
এ খবরে থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুশিলে উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ ৩ ডাকাতকে আটক করে। এসময় ডাকাতির কাজে ব্যবহারের জন্য আনা দাড়ালো অস্ত্র, লোহার পাইপ, রড, একটি পিকআপসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
ওসি জানান, ‘ডাকাত জহিরুল ইসলামের নামে ১৯টি, শাহ আলমের নামে ৮টি ও খলিলুর রহমানের নামে ৭টি ডাকাতি- চুরি- ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে’
আটককৃত ৩ ডাকাতকে বুধবার কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page