আলমগীর কবির।।
কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লা’তে আবৃত্তি সংগঠন ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালা এর বিজয়ের কবিতা শিরোনামে গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে “আবৃত্তি” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য আবৃত্তি শিল্পী কাজী মাহতাব সুমন, পালাকার সায়িক সিদ্দিকী, ধ্বনিচিত্র বিনিমার্ণ পাঠশালা এর প্রতিষ্ঠাতা সভাপতি মো: আল-আমিন, শব্দশ্রুতি আবৃত্তি সংগঠন এর সভাপতি গোলাম মোস্তফা ও সদস্য দেওয়ান আহনাফ হাসান ,ধ্বনি আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক রোমানা রুমি, শাণিত উচ্চারণ আবৃত্তি সংগঠনের সভাপতি জিৎ নাথ, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সহ-সভাপতি অনিক দেব ও যুগ্ম-সাধারণ সম্পাদক খাদিজা আক্তার।
কুমিল্লা কলেজ থিয়েটারের সদস্য মাহাদী, নুসরাত জাহান জিউ,ফারিহা ইসলাম পুন্য, অজিতগুহ কলেজ থিয়েটারের সাধারণ সম্পাদক কিবরিয়া হাসিব ও সদস্য সৌরভ চন্দ্র দাস,কবিতা বৃত্তের সদস্য শামসুন্নাহার শেফা, পরম্পরা আবৃত্তি সংগঠন এর মৃণালী রূপন্তী সাহা ও বৃন্দ পরিবেশনার ছোট্ট বন্ধুরা সহ ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালা এর বর্তমান সদস্যবৃন্দ এবং কুমিল্লা’র বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ। এসময় উপস্থিত অতিথি বৃন্দ ও আবৃত্তি শিল্পীগণ মহান বিজয় দিবসের গৌরব গাঁথা ইতিহাস ও বাঙালি জাতির বীরত্ব নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং কবিতা আবৃত্তি করেন।
সম্প্রতি প্রয়াত প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ কে উৎসর্গ করে শুরুতেই ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু করে ধ্বনিচিত্র বিনিমার্ণ পাঠশালা।উক্ত বিজয়ের কবিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালা এর সভাপতি সুমাইয়া আক্তার এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো:আশিকুর রহমান শিশির। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি শরিফা বেগম ও সাংগঠনিক সম্পাদক রোকসানা আক্তার তামান্না।
পরিশেষে, সকল সংগঠনের সদস্যদের বিজয়ের কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে সংগঠনটির উক্ত কার্যক্রমের সমাপ্তি ঘটে।
আরো দেখুন:You cannot copy content of this page