০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবক দলের ৪নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি সভা কুমিল্লায় ৪ বছরের শিশু ধর্ষণ, প্রধান আসামি বাবু গ্রেফতার মুরাদনগরে ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন ইন বাংলাদেশের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কুমিল্লায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর নালার গর্ত থেকে যুবকের লাশ উদ্ধার

  • তারিখ : ০২:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • 3246

সোহরাব হোসেন।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর বিমল চন্দ্র দাস (৩১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কুড়াখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি নির্জন বাগানের ডিপ টিউবওয়েলের নালার গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বিমল চন্দ্র দাস উপজেলার ভাণী ইউনিয়নের আসাদনগর গ্রাম হিন্দুপাড়া কোনাবাড়ির দিলিপ চন্দ্র দাসের ছোট ছেলে।

বিমলের বড় ভাই বাদল চন্দ্র দাস জানান, “আমরা ২ ভাই ও ৩ বোনের মধ্যে বিমল ছিল মেঝো এবং খুবই মেধাবী। তাকে মেডিকেলে পড়ানোর ইচ্ছা ছিল। কিন্তু ২০১০ সালে মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়। পরে সাধারণ লাইনে এমএ পাস করে। মানসিক অসুস্থতার কারণে বেকার ছিল। ২০২৩ সালে তার বিয়ে হলেও পারিবারিক কারণে ২০২৪ সালে বিচ্ছেদ ঘটে।”

পিতা দিলিপ চন্দ্র দাস বলেন, “রোববার সকাল ৮টার দিকে মুড়ি খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অজ্ঞাত লাশের খবর পেয়ে থানায় গিয়ে ছেলেকে শনাক্ত করি।”

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “বিমল মানসিক রোগী ছিলেন। রাত দেড়টার দিকে কুড়াখাল গ্রামের ডিপ টিউবওয়েলের নালার গর্তে পড়ে যান। পাশের এক প্রবাসীর স্ত্রী শব্দ পেয়ে লোকজন ডাকেন। পরে ইউছুফ (৬৫) নামে এক ব্যক্তি গিয়ে দেখেন, বিমল কাদায় উপুড় হয়ে পড়ে আছে। জিজ্ঞেস করলে সে আসাদনগর গ্রামের রাস্তা খুঁজছিল। পরবর্তীতে গোঙানির শব্দ শুনে আরেকজন ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে অজ্ঞাত লাশ হিসেবে উদ্ধার করে।”

সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) দেবিদ্বার-বি-পাড়া সার্কেল মোহাম্মদ শাহীন বলেন, “নিহতের মুখে টিনের কাটা দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কাদায় পা পিছলে পড়ে যাওয়ার সময় নালার পাশের টিনে আঘাত লেগে এই দাগ হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।”

error: Content is protected !!

কুমিল্লায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর নালার গর্ত থেকে যুবকের লাশ উদ্ধার

তারিখ : ০২:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

সোহরাব হোসেন।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর বিমল চন্দ্র দাস (৩১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কুড়াখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি নির্জন বাগানের ডিপ টিউবওয়েলের নালার গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বিমল চন্দ্র দাস উপজেলার ভাণী ইউনিয়নের আসাদনগর গ্রাম হিন্দুপাড়া কোনাবাড়ির দিলিপ চন্দ্র দাসের ছোট ছেলে।

বিমলের বড় ভাই বাদল চন্দ্র দাস জানান, “আমরা ২ ভাই ও ৩ বোনের মধ্যে বিমল ছিল মেঝো এবং খুবই মেধাবী। তাকে মেডিকেলে পড়ানোর ইচ্ছা ছিল। কিন্তু ২০১০ সালে মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়। পরে সাধারণ লাইনে এমএ পাস করে। মানসিক অসুস্থতার কারণে বেকার ছিল। ২০২৩ সালে তার বিয়ে হলেও পারিবারিক কারণে ২০২৪ সালে বিচ্ছেদ ঘটে।”

পিতা দিলিপ চন্দ্র দাস বলেন, “রোববার সকাল ৮টার দিকে মুড়ি খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অজ্ঞাত লাশের খবর পেয়ে থানায় গিয়ে ছেলেকে শনাক্ত করি।”

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “বিমল মানসিক রোগী ছিলেন। রাত দেড়টার দিকে কুড়াখাল গ্রামের ডিপ টিউবওয়েলের নালার গর্তে পড়ে যান। পাশের এক প্রবাসীর স্ত্রী শব্দ পেয়ে লোকজন ডাকেন। পরে ইউছুফ (৬৫) নামে এক ব্যক্তি গিয়ে দেখেন, বিমল কাদায় উপুড় হয়ে পড়ে আছে। জিজ্ঞেস করলে সে আসাদনগর গ্রামের রাস্তা খুঁজছিল। পরবর্তীতে গোঙানির শব্দ শুনে আরেকজন ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে অজ্ঞাত লাশ হিসেবে উদ্ধার করে।”

সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) দেবিদ্বার-বি-পাড়া সার্কেল মোহাম্মদ শাহীন বলেন, “নিহতের মুখে টিনের কাটা দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কাদায় পা পিছলে পড়ে যাওয়ার সময় নালার পাশের টিনে আঘাত লেগে এই দাগ হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।”